Advertisment

Kolkata Fire: দাউ দাউ জ্বলছে কারখানা, প্রাণে বাঁচতে ঝাঁপ দিলেন ব্যক্তি! ভয়াবহ দৃশ্য খাস কলকাতায়

Plastic Factory Fire: কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের চিনা মন্দির এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনের খবর পাওয়া গিয়েছে। রবিবার বিকেলের দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
massive fire break out in kolkata

Kolkata Fire: প্রতীকী ছবি।

Plastic Factory Fire: কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের চিনা মন্দির এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনের খবর পাওয়া গিয়েছে। রবিবার বিকেলের দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

Advertisment

জানা গিয়েছে, আনন্দপুর থানা এলাকার চিনা মন্দিরে একটি চারতলা বাড়ির উপরের দুটি তলা জুড়ে ছিল প্লাস্টিকের কারখানা। রবিবার কারখানা বন্ধ ছিল, তাও কী করে আগুন লাগল তা নিয়ে ধন্দে এলাকাবাসী। দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। স্থানীয়রা আগুন নেভাতে সাহায্যের হাত বাড়ান। দমকল এসে পৌঁছনোর পরও আগুনের তীব্রতা এতটা ছিল যে নেভাতে বেশ বেগ পেতে হয়।

যে বাড়িতে আগুন লেগেছে তার আশে পাশে আরও অনেক বাড়ি রয়েছে। সেগুলি খালি করে দেওয়া হয়েছে। তবে আগু আতঙ্কে পাশের একটি বাড়ি থেকে লাফ দিয়ে বাঁচতে গিয়ে আহত হন একজন। জোরে হাওয়ার কারণে আগুনের হলকা ছড়াচ্ছে। নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

আরও পড়ুন Park Street Fire: পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আগুন

কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার হওয়ায় কারখানা বন্ধ ছিল। কাজে আসেননি শ্রমিকেরা। তাই হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। যার জন্য দ্রুত আগুন ছড়িয়েছে।

kolkata news fire Fire Brigade
Advertisment