Advertisment

৩ কাঠা জমিতে লাগবে না বিল্ডিং প্ল্যান, ঘোষণা ফিরহাদ হাকিমের

অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। কেবল দিতে হবে, লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি। তবে, তিনকাঠা জমিতে সর্বোচ্চ জি+২ বাড়ি তৈরির অনুমোদনই দেওয়া হবে কলকাতা পুরনিগমের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলকাতায় ৩ কাঠা জমিতে লাগবে না বিল্ডিং প্ল্যান।

শহর কলকাতায় ছোট বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান আটকে যাওয়ার সম্ভাবনা এবার অবলুপ্তির পথে। এবার থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে আর লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। এক্ষেত্রে কেবল দিতে হবে, লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি। তবে, তিনকাঠা হোক বা ২০০ স্কোয়ার মিটার জমি, সর্বোচ্চ জি+২ বাড়ি তৈরির অনুমোদনই দেওয়া হবে কলকাতা পুরনিগমের তরফে। সোমবার পুর পারিষদদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।

Advertisment

publive-image শহর কলকাতায় ছোট বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান আটকে যাওয়ার সম্ভাবনা এবার অবলুপ্তির পথে।

মেয়রের কথায়, 'বাড়ির কাঠামো পোক্ত হবে কিনা তার দায় বর্তাবে মালিকের উপর। আইন মেনে লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি দিতে হবে। পরিকল্পনা অনুসারেই বাড়ি তৈরি হয়েছে কিনা তা পরে খতিয়ে দেখবেন পুর আধিকারিকরা। বেনিয়ম ধরা পড়লে বাড়ির লাইসেন্স বাতিল করা হবে।'

আরও পড়ুন: এক ক্লিকে বদল বাড়ির মালিকানা, নয়া ডিজিটাল উদ্যোগ কলকাতা পুরসভার

২০১৪ সালে অনলাইনে পুরনিগম থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন রানোর বিষয়ে সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা৷ প্রথমে নির্দিষ্ট কিছু ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হয়। পরে গোটা শহরের ক্ষেত্রেই এই পরিষেবা কার্যকর হয়। অনলাইন ব্যবস্থার ফলে বাড়ি তৈরির অনুমতি নেওয়ার জন্য পুরনিগমের দফতরে বত্যে দিতে হয় না নাগরিকদের।কমেছে হয়রানি। কমেছে বেনিয়মের অভিযোগ।

বিল্ডিং প্ল্যান ঘিরে গৃহিত নয়া ব্যবস্থার ফলে মানুষের হয়রানি আরও কমতে চলেছে। অনেকেই আবার মনে করছেন, ২০২০ সালে কলকাতা কর্পোরেশন ভোট রয়েছে। তা বিবেচনা করেই এই সুবিধার ব্য়বস্থা পুর কর্তৃপক্ষের।

Read the full story in English

Kolkata Municipal Corporation
Advertisment