সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট। এ দিন দুপুরে প্রায় আধঘন্টা বন্ধ রইল মেট্রো চলাচল। প্রাণান্তকর অবস্থা যাত্রীদের।
সোমবার দুপুর প্রায় ১.১০ থেকে ১.৩৮ পর্যন্ত দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। এই সময়কালে চারটি ট্রেন বাতিল হয়েছে। ১.৩৮ থেকে ফের ওই রুটে মেট্রো চলাচল শুরু হয়।
মেট্রো সূত্রে খবর, ট্র্যাকে পাওয়ার না থাকার কারণেই এ দিন দুপুরে মেট্রো চলাচাল বন্ধ ছিল।
সপ্তাহের প্রথম দিন, এমনিতেই মেট্রোয় যাত্রী সংখ্যা বেশি থাকে। দুপুরে কবি সুভাষগামী ট্রেনে ভিড় আরও বাড়ে। এই অবস্থায় ট্র্যাকে পাওয়ার না থাকায় একের পর এক ট্রেন বাতিলের জেরে স্টেশনে দেদার ভিড় জমে যায়। এরপর মেট্রোর চাকা গড়ানো শুরু হলে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের ভেতর। ট্রেনগুলিতেও প্রচণ্ড ভিড় হয়।