১লা ফেব্রুয়ারি থেকে ফের কলকাতা মেট্রোয় চালু হচ্ছে স্মার্ট টোকেন। সোমবার জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
স্মার্ট টোকেন আগের মতই মেট্রো টিকিট কাউন্টার থেকে পাবেন যাত্রীরা। পাশাপাশি টোকেন স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও পাওয়া যাবে।
করোনা সংক্রমণ রোধে স্মার্ট টোকেনগুলি স্যানিটাইজার মেশিনের মাধ্যমে নিয়মিত স্যানিটাইজ করা হবে। যে সব মেট্রে স্টেশনে অতিরিক্ত ভিড় হয়ে থাকে, সে সব স্টশনে ২ করে টোকেন স্যানিটাইজিং মেশিন বসানো আছে। মাত্র ৪ মিনিটে স্যানিটাইজিং মেশিনের মধ্যে আলট্রা ভায়োলেট রে দিয়ে টোকেনগুলি জীবাণুমুক্ত করা হবে।
করোনার তৃতীয় ঢেউ মাথাচাড়া দিতেই কলকাতা মেট্রোয় টোকেন প্রথা তুলে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু এখন সংক্রমণের হার নিম্নমুখী। কলকাতার অবস্থায় অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে আগামিকাল থেকে ফের কলকাতায় ফিরছে স্মার্ট টোকেন ব্যবস্থা।
এ দিন রাজ্যে কোভিড বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামিকাল থেকে বাস, ট্রেন ও মেট্রো ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে।
আরও পড়ুন- রাজ্যে আরও শিথিল কোভিডবিধি, কোন কোন ক্ষেত্রে ছাড়? জানালেন মুখ্যমন্ত্রী