কলকাতায় ফের নাবালিকার শ্লীলতাহানি, রণক্ষেত্র পূর্ব পুটিয়ারি

জোড়াবাগান কাণ্ডের রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই খাস কলকাতায় ফের শ্লীলতাহানির শিকার এক নাবালিকা।

জোড়াবাগান কাণ্ডের রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই খাস কলকাতায় ফের শ্লীলতাহানির শিকার এক নাবালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
ছাত্রীকে যৌন নিগ্রহ! এসএসকেএম-র দুই চিকিৎসককে সরাল স্বাস্থ্য দফতর

ছবি প্রতীকী।

জোড়াবাগান কাণ্ডের রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই খাস কলকাতায় ফের শ্লীলতাহানির শিকার এক নাবালিকা। ঘটনাটি ঘঠেছে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারির দক্ষিণপাড়া এলাকায়। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা।

Advertisment

স্থানীয় সূত্রে খবর, নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী। বছর ন'য়েকের ওই ছাত্রী পরিবারের সঙ্গে পূর্ব পুটিয়ারিতে থাকে। রবিবার স্থানীয় মাঠে খেলাদেখতে গিয়েছিল সে। পরে বাড়ি ফিরে নাবালিকা অভিভাবকদের জানায় তারক সাহা নামে এক ব্যক্তি আপত্তিকরভাবে তার গায়ে হাত দিয়েছে। অভিযুক্ত নাবালিকাকে দিয়ে তার গোপনাঙ্গ স্পর্শ করানোর চেষ্টাকরেছে বলেও অভিযোগ।

বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। চড়াও হন অভিযুক্তের বাড়িতে। অভিযুক্তকে মারধরের পাশাপাশি তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক থানার বিশাল পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Advertisment

গত বুধবার রাতে জোড়াবাগান কাণ্ডের পর ফের এই ধরণের ঘটনায় স্বাভাবিকভাবে শহরের শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police kolkata news