এক মডেল তরুণীর ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার এক মহিলা সহ দু'জন।
ওই মডেল তরুণীর, তাঁকে ফটোশ্যুটের প্রতিশ্রুতি দিয়ে সল্টলেকের একটি স্টুডিওতে নিয়ে যান দমদমের বাসিন্দা জয়শ্রী মিত্র এবং রানাঘাটের বাসিন্দা প্রতাপ ঘোষ। সেখানেই ফটোশ্যুটের নাম করে তাঁর অর্ধনগ্ন ছবি তোলা হয়। এর কিছুদিন পরই তরুণী জানতে পারেন যে, তাঁর ছবিগুলি নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি ছবি বিকৃত করে পর্ন সাইটেও দেওয়া হয়েছে।
অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই ওই মহিলা ও তাঁর সঙ্গী ওই ছবিগুলি বিভিন্ন জায়গায় ভাইরাল করেছেন। তরুণী বিধাননগর সাইবার সাইবার ক্রাইম থানায় পুলিশের দ্বারস্থ হন। ম়েলের লিখিত অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত দু'জনকে গ্রেফতার ককরা হয়েছে। অভিযুক্তদের অন্য উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
ক্রমশ বাড়ছে এধরণের অভিযোগ। কয়েক সপ্তাহ আগেই পুলিশ কর্তার মেয়েকে হেনস্থার ঘটনায় বারাসাত থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ছেলেকে। তরুণীর অভিযোগ, অন্য মহিলার ছবির সঙ্গে তাঁর মোবাইল ফোনের নম্বর জুড়ে, সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন তাঁরই প্রাক্তন সহপাঠী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন