আবারও আইনি রক্ষাকবচ পেলেন মুকুল রায়। রেল প্রতারণা মামলায় ফের স্বস্তি পেলেন বিজেপি নেতা। মুকুলের গ্রেফতারির উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী ৮ নভেম্বর পর্যন্ত মুকুলকে গ্রেফতার করা যাবে না বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এ মামলায় এর আগেও মুকুলকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট।
আরও পড়ুন: রাজীবের আগাম জামিনের আর্জি শোনার আধিকার নেই: বারাসত বিশেষ আদালত
এর আগে এই মামলায় মুকুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। ঠাকুরপুকুর থানায় অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে হাজিরা দেন মুকুল রায়। সেদিন থানায় ঢোকার সময় মুকুল বলেছিলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পালাই না। তদন্তকারী সংস্থা ডাকলে বলি না ষড়যন্ত্র করা হয়েছে। ওঁরা ডেকেছেন জিজ্ঞাসাবাদ করবেন, সবরকম সহযোগিতা করব’’। রেল প্রতারণা মামলা প্রসঙ্গে মুকুলের দাবি, ‘‘আমার সঙ্গে কিছু যোগ নেই, জানি না’’। জিজ্ঞাসাবাদ শেষে মুকুল বলেছিলেন, ‘‘আমার বিরুদ্ধে ২৪টি প্রতারণার মামলা করেছে রাজ্য সরকার। যাঁরা মামলা করেছেন, তাঁরা হলফনামা দিয়ে জানিয়েছেন সবটাই জোর করে করা হয়েছে। যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সব জবাব দিয়েছি’’।
আরও পড়ুন: ‘মমতা গ্রেফতার হবেন ৮ কোটি টাকা চুরির দায়ে’
উল্লেখ্য, বেহালার সরশুনা থানায় মুকুল রায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। মুকুল ও আরও ৪ জনের নামে ওই এলাকারই এক বাসিন্দা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। রেল বোর্ডের সদস্য করার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন ওই বাসিন্দা। এ বছরের গোড়াতেই অভিযোগ দায়ের করেন ওই বাসিন্দা। সেই মামলায় মুকুলের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল।