Advertisment

মুকুল রায়কে ফের রক্ষাকবচ হাইকোর্টের

আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলকে গ্রেফতার করা যাবে না, শুক্রবার এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy, মুকুল রায়

মুকুল রায়।

রেল প্রতারণা মামলায় আবারও গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন মুকুল রায়। বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলকে গ্রেফতার করা যাবে না, শুক্রবার এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তা করতে পারবে পুলিশ। এক্ষেত্রে মুকুলকে ৭২ ঘণ্টা আগে নোটিস দিয়ে জানাতে হবে। তারপরই মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। হাইকোর্টের নির্দেশে এমনটাই বলা হয়েছে। উল্লেখ্য, রেল প্রতারণা মামলায় এর আগে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর।

Advertisment

আরও পড়ুন: মুকুল রায়ের নামে থানায় অভিযোগ দায়ের মমতার মন্ত্রীর

উল্লেখ্য, বেহালার সরশুনা থানায় মুকুল রায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। মুকুল ও আরও ৪ জনের নামে ওই এলাকারই এক বাসিন্দা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। রেল বোর্ডের সদস্য করার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন ওই বাসিন্দা। এ বছরের গোড়াতেই অভিযোগ দায়ের করেন ওই বাসিন্দা। সেই মামলায় মুকুলের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। অন্যদিকে, জানুয়ারি মাসে অভিযোগ দায়ের হলেও পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, সে নিয়ে এদিন প্রশ্ন তোলে আদালত।

আরও পড়ুন: বৈশাখীই ব্ল্যাকমেল করছেন, শোভনের কোনও হাত নেই: রত্না

এর আগে এই প্রতারণার মামলায় কয়েকদিন আগেই বিজেপির মজদুর সংগঠনের নেতা বাবান ঘোষকে সরশুনা থানার পুলিশ গ্রেফতার করে তাঁর পাটুলির বাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, রেলের কমিটির সদস্য করে দেবে বলে বাবান প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছে। বাবানের গ্রেফতারির পরই এ মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।

kolkata news mukul roy
Advertisment