মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণাদেবীর ফুসফুস প্রতিস্থাপন করতেই হবে৷ সেই লক্ষে শুরু হল তোড়জোর। জানা গিয়েছে, এয়ার অ্যাম্বুল্যান্সে চেন্নাই হাসপাতালে নিয়ে যাওয়ার হবে মুকুল-জায়াকে৷ অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রিন করিডর করে প্রথমে কলকাতা বিমানবন্দর৷ তারপর সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে কৃষ্ণাদেবীকে নিয়ে যাওয়া হবে চেন্নাই৷
রাজ্যের কোনও হাসপাতালে ফুসফুস প্রতিস্থাপনের পরিকাঠামো নেই৷ তাই অসুস্থ কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়৷ উল্লেখ্য, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন মুকুল রায়৷ তিনি সুস্থ হলেও স্ত্রী কৃষ্ণাদেবীর অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে৷ তাঁকে অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়৷ বিগত ১০-১২ দিন ধরে তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তাতেও মকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খুব বদল হয়নি।
চিকিৎসকরা জানিয়েছিলেন, মুকুল-জায়া কোভিডমুক্ত হলেও তাঁর ফুসফুসের বেশ ক্ষতি হয়েছে৷ ফুসফুসের প্রতিস্থাপন প্রয়োজন৷ সঙ্গে সঙ্গেই শুরু হয় ব্রেন ডেথ হওয়া ফুসফুস দাতার সন্ধান৷ জানা যায়, ফুসফুস প্রতিস্থাপন হলে তবেই তিনি সুস্থ হয়ে উঠবেন৷ চিকিৎসক বালাকৃষ্ণণ কৃষ্ণাদেবীর চিকিৎসা করবেন৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন