পুরীরে হোটেলে উদ্ধার কলকাতা পুলিশের আধিকারিকের দেহ। কলকাতা পুলিশের এসিপি অলোক রায়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরীতে। সোমবার রাতে হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। এরপর স্থানীয় এক ডাক্তার এসে পরীক্ষা করেন তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি পুলিশকর্তাকে। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেছেন।
জানা গিয়েছে, দিন কয়েক আগে সপরিবারে পুরী বেড়াতে যান অলোকবাবু। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুরীর জেলা পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের একটি বিশেষ দল পুরীর উদ্দেশে রওনা হয়েছে। তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে।
আরও পড়ুন ১১ মাস ফুসফুসে আটকে বাঁশি! কিশোরকে বাঁচালেন SSKM হাসপাতালের ডাক্তাররা
লালবাজার সূত্রে খবর, অলোক রায়ের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই দেহ গোলপার্কের বাড়িতে নিয়ে আসা হবে। তারপর কলকাতায় দেহের অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। তবে পুলিশকর্তার হঠাৎ মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কলকাতা পুলিশের বিশেষ দল ওই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন