Advertisment

সিবিআই আবেদনে সাড়া, হাইকোর্টে পিছোল নারদ মামলার শুনানি

আদালতে এদিনই মামলার শুনানি পিছনোর আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

author-image
IE Bangla Web Desk
New Update
Narada case hearing is delayed at high court

কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ ২৮ দিনের জন্য মামলার শুনানি পিছিয়ে গেল৷ এদিনই হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে দিতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ শেষমেশ সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়েছে৷

Advertisment

সোমবার প্রায় ১ মাস পর ফের কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানির কথা ছিল৷ এই মামলায় অভিযুক্ত রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা৷ নারদ মামলায় শর্তাধীন জামিনে মুক্ত রয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সুবর্ত মুখোপাধ্যায়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ সোমবার ফের হাইকোর্টে মামলার শুনানির কথা ছিল৷ তবে এদিন আদালতে সিবিআই মামলার শুনানি পিছিয়ে দিতে আবেদন জানায়৷

আরও পড়ুন- সোনিয়া গান্ধীকে চিঠি, দল ছাড়লেন প্রাক্তন সাংসদ

সলিসিটির জেনারেল অন্য মামলার কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে আদালতে শুনানি পিছনোর আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আদালত শেষমেশ মামলার শুনানি পিছিয়ে দেয়৷ ২৮ দিন পর্যন্ত পিছোন হয় নারদ মামলার শুনানি৷ এদিকে, এদিন ফের নারদ মামলায় আপত্তি তুলেছে রাজ্য সরকার৷ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, মল ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পক্ষ করা হয়েছে৷ এই তৎপরতার বিরোধিতা করে আদালতে হলফনামা দিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের এই হলফনমামা গ্রহণ করেছে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cbi kolkata highcourt narada
Advertisment