নিম্ন আদালতের রায়ে জামিন মঞ্জুর হলেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন নারদ কাণ্ডে চার অভিযুক্ত। নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
সোমবার নিম্ন আদালতের রায়ে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে সিবিআই। এদিন আদালতে তারা জানায়, দিনভর যেভাবে নিজাম প্যালেসের সামনে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তদন্তকারীদের হুমকি দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তাতে এরাজ্যে তদন্ত চালানো অসম্ভব। অন্য রাজ্যে এই মামলার শুনানির আবেদন করে সিবিআই।
এদিন হাইকোর্ট সিবিআইয়ের আবেদন গ্রহণের পর নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয়। আগামী শুনানি হবে বুধবার। এদিকে, জামিনে স্থগিতাদেশ হওয়ায় জেলেই যেতে হচ্ছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। প্রেসিডেন্সি জেলে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।