Advertisment

বড় চ্যালেঞ্জ কী? কলকাতার নগরপালের দায়িত্ব নিয়েই জানালেন বিনীত গোয়েল

বছরের শেষ দিন আইপিএস সৌমেন মিত্রের থেকে দায়িত্বভার বুঝে নেন ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার।

author-image
IE Bangla Web Desk
New Update
new cp of kolkata vineet goyel takes charges today

কলকাতার নয়া পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন কমিশনার সৌমেন মিত্র। ছবি- পার্থ পাল

কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল। বছরের শেষ দিন আইপিএস সৌমেন মিত্রের থেকে দায়িত্বভার বুঝে নেন ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার। কোভিড-কালে শহরকে স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার নিরিখে সুরক্ষিত রাখাই এখন কলকাতা পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নগরপাল বিনীত গোয়েল।

Advertisment

ক্রমশ বাড়ছে সংক্রমণ। ভয় ধরাচ্ছে ওমিক্রন। এই পরিস্থিতিতে ফের কড়া নিষেধাজ্ঞা জারি হবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছে রাজ্য প্রশাসন। স্কুল, কলেজ আবারও বন্ধ হবে কিনা তা খতিয়ে দেখতে পরিস্থিতির উপর নজরদারি করতে বলেছেন মুখ্যমন্ত্রী। সুতরাং, কলকাতার নয়া নগরপালের সামনে অএখন চ্যালেঞ্জ শহরের করোনা পরিস্থির মোকাবিলা।

শুক্রবার দায়িত্বভার নিয়েই কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেছেন, 'করোনার জন্য গত দু’বছরে ভোগান্তি হয়েছে। মাঝে একটু শুধরেছিল পরিবেশ। ফের সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। তবে, কোভিড নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ বদ্ধপরিকর। তবে একা পুলিশ কিছু করতে পারবে না, প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। তাই সুস্থ পরিবেশের জন্য প্রত্যেককে কোভিডবিধি মানতে হবে। পুলিশ সচেতন করার চেষ্টা চালিয়ে যাবে। মাস্ক বিলি করা হবে। এরপরও যাঁরা বিধি মানবেন না তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।'

যুগ এগোচ্ছে, প্রযুক্তি আরও তুখর হচ্ছে। সাইবার ক্রাইম রোধই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের সামনে। মানছেন নগরপাল গোয়েল। তাঁর কথায়, 'সাইবার ক্রাইম রুখতে কলকাতা পুলিশের ইতিমধ্যেই সেল রয়েছে। প্রায় প্রতিটি থানাতেই এই পরিষেবা রয়েছে। এক্ষেত্রে আরও ভালো কাজের সুযোগ আছে।'

সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। সেই মান ধরে রাখতে লালবাজার সচেষ্ট বলেও দাবি করেছেন কলকাতার নতুন নগরপাল। ট্রাফিক ব্যবস্থা আরও মসৃণ করতেও পুলিশ নিরন্তর কাজ করছে বলে জানিয়েছেন বিনিত গোয়েল। তাঁর কথায়, 'কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর। এখানে মানুষ পুলিশকে ভালবাসেন।'

আইপিএস বিনীত গোয়েল এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। এ ছাড়াও ছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও দুর্নীতি দমন শাখার দায়িত্বও।

আরও পড়ুন- সৈকত, পার্কে বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত নো এন্ট্রি, কার্ফু জারি মুম্বই পুলিশের

kolkata police lalbazar
Advertisment