Advertisment

উৎসবের উপহার পরিবহণ দফতরের, আজ থেকেই নাইট বাস সার্ভিস চালু

পঞ্চমীর রাত থেকেই চালু হচ্ছে নাইট বাস সার্ভিস। তবে যাত্রী সংখ্যা বাড়লে ষষ্ঠী থেকে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Night bus service will start from today in kolkata, service will continue for 11 days

আজ থেকেই চালু নাইট বাস সার্ভিস

উৎসবের উপহার রাজ্য পরিবহণ দফতরের। আজ থেকেই কলকাতা থেকে চালু হচ্ছে নাইট সার্ভিস বাস। পঞ্চমী থেকে শুরু হয়ে লক্ষ্মীপুজো পর্যন্ত মিলবে এই পরিষেবা। পুজোর ক'দিনই এই পরিষেবা চালু থাকায় বাসে ঘুরে ঠাকুর দেখার ক্ষেত্রেও মিলবে ভরপুর সুবিধা। করোনা পরিস্থিতির জেরে রাতের এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পুজো উপলক্ষে আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত ফের চালু রাতের বাস সার্ভিস।

Advertisment

জানা গিয়েছে, কলকাতা থেকে ১৪ টি রুটে মিলবে এই নাইট বাস সার্ভিস। রাত জেগে ঠাকুর দেখার ক্ষেত্রে মিলবে দারুণ সুবিধা। রীতিমতো পরিকল্পনা করে রাতের এই বাস পরিষেবা ফের চালু করল রাজ্য পরিবহণ দফতর। আজ থেকে আগামী ১১ দিন ধরে এই পরিষেবা মিলবে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর, বারাসত, ব্যারাকপুর, ডানলপ, কামালগাজি, গড়িয়া, বালিগঞ্জ পর্যন্ত চলবে রাতের এই বাস। সহজেই বিভিন্ন এলাকা থেকে এই বাসে চড়ার সুযোগ পাবেন যাত্রীরা। এছাড়াও হাওড়া-নিউটাউন, হাওড়া-করুণাময়ী, শ্যামবাজার-বারাসত, বেলগাছিয়া-এসপ্ল্যানেড রুটেও চলবে রাতের বাস।

পঞ্চমীর রাত থেকেই এবার পুরোদমে চালু হচ্ছে নাইট বাস সার্ভিস। তবে যাত্রী সংখ্যা বাড়লে ষষ্ঠী থেকে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে এবারও রাতভর মেট্রো সার্ভিস থাকছে না। স্বাভাবিকভাবেই ঘুরে-ঘুরে ঠাকুর দেখার ক্ষেত্রে জোর সমস্যায় পড়তে হতো দর্শনার্থীদের। এছাড়াও করোনাকালে এখনও রাজ্যে লোকাল ট্রেন পরিষেবাও চালু হয়নি। সেই কারণেই যাত্রীদের সুবিধা দিতে উৎসবের উপহার রাজ্য পরিবহণ দফতরের।

আপাতত রাজ্যে নাইট কার্ফু উঠে যাওয়ায় আশায় বুক বেঁধেছেন বেসরকারি বাস মালিকরাও। সরকারি বাস তো থাকছেই, এরই পাশাপাশি উৎসবের দিনগুলিতে শহরের পথে পর্যাপ্ত বেসরকারি বাসও মিলতে পারে। পুজোকে কেন্দ্র করে ব্যবসা চাঙ্গা করতে তৎপর বেসরকারি বাসমালিকরাও।

আরও পড়ুন- ফের ডুব নস্টালজিয়ায়, দেড় দশক পর সম্প্রীতির পুজো ফিরল কলকাতার আলিমুদ্দিন পাড়ায়

করোনাকালে এবারের পুজোতেও জারি থাকছে কড়া বিধি-নিষেধ। আতঙ্ক এখনও যায়নি। বরং উৎসবের আনন্দে মজে বিন্দুমাত্র অসতর্কতার কড়া মাশুল গুণতে হতে পারে। বারবার এব্যাপারে সতর্ক করে চলেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাতে ঘুরে ঘুরে ঠাকুর দেখায় পথে ভিড় কত বাড়বে তা সময়ই বলবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Durgapuja 2021 Kolkata Bus kolkata
Advertisment