আবারও চিকিৎসকদের সংগঠন আইএমএ (IMA)-এর কলকাতা শাখার সভাপদি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। ওই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়ে জয়ী তৃণমূল বিধায়ক নির্মল মাজি। এই নিয়ে পরপর চারবার IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে জয়ী হলেন এই চিকিৎসক-বিধায়ক। এরই পাশাপাশি IMA-এর সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, অসীম সরকার ও প্রদীপ ভিমানি। সম্পাদক পদে জয়ী হয়েছেন মানব নন্দী।
এবার IMA-এর কলকাতা শাখার নির্বাচনে চিকিৎসক নির্মল মাজির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন আর এক চিকিত্সক প্রশান্ত ভট্টাচার্য। চিকিৎসক মহলের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত ভট্টাচার্য। তৃণমূলপন্থী চিকিৎসকদের মধ্যেও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। তবে ভোটের লড়াইয়ে তিনি এবার পরাস্ত হয়েছেন।
আরও পড়ুন- সোমবার থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্য বিধি মানায় জোর
উল্লেখ্য, শনিবার IMA কলকাতা (Kolakata) শাখার নির্বাচন ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। তালতলায় সংগঠনের কার্যালয়ে ভোটপর্ব শুরুর আগে থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’পক্ষের সমর্থকরা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। নির্মল মাজি ও তাঁর প্রতিপক্ষ চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্যের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ তুলে সরব হন।
চিকিৎসকদের নির্বাচনেও শনিবার ব্যাপক রিগিংয়ের অভিযোগ ওঠে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন রেখে চলে ভোট পর্ব। একটা সময় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকর্মীদের।
তবে ভোটের ফলে শেষ হাসি হাসলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি। এই নিয়ে টানা চারবার কলকাতার আইএমএ শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চিকিৎসক নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী অপর চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটের ব্যবধানে তিনি হারিয়ে জয়ী হয়েছেন। এরই পাশাপাশি IMA-এর সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস, শিল্পা বসু রায়।