Advertisment

জ্বালানির জ্বালা জারি, পুজোর মুখেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

পুজোর মুখে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে ঘোর বিপাকে ছোট ব্যবসায়ীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Non Domestic LPG Price Hike in bengal before Puja

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল

আবারও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল। তবে এবার দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। অর্থাৎ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লপ্তে ৩৫ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা। পুজোর মুখে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরেই স্বভাবতই ঘোর সমস্যায় ছোট ব্যবসায়ীরা।

Advertisment

জ্বালানির দাম-বৃদ্ধি অব্যাহত। বহু আগেই কলকাতায় পেট্রোলের দাম একশো ছাড়িয়েছে। ডিজেলের দামও লিটারে সেঞ্চুরির দোরগোড়ায়। এর আগে গত মাসে এক ধাক্কায় ২৫ টাকা দাম বেড়ে যায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের।

কলকাতায় বর্তমানে বাড়ির রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা। তবে এবার পুজোর মুখে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় মাথায় হাত ছোট ব্যবসায়ীদের। পুজোর সময় বহু জায়গাতেই ছোট-খাটো খাবারের দোকান খুলে বসেন অনেকে। পুজোর সময়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের চাহিদা বেশি থাকে।

আরও পড়ুন- দু’ঘণ্টায় মাত্র ৫.২৪% ভোট-বৃদ্ধি, ভবানীপুর নিয়ে কমিশনকে খোঁচা বিজেপি নেতার

করোনাকালে এমনতিইে ঘোর বিপাকে দেশের একটি বড় অংশের মানুষ। একটানা লকডাউন ও ব্যবসায় মন্দার কারণে অনেকে কাজ হারিয়েছেন। সংসার চালাতে বাধ্য হয়েই অনেকে পেশা বদলেছেন। এই পরিস্থিতিতে লাগামছাড়া দাম-বৃদ্ধি জ্বালানির। হু হু করে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটারে একশো ছাড়িয়েছে। ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। পেট্রোল-ডিজেলের দাম-বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজারে। প্রতিদিন বাজারে গিয়েই তা টের পাচ্ছে মধ্যবিত্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Price Hike kolkata LPG
Advertisment