প্রয়াত বিশিষ্ট চিত্র সাংবাদিক রনি রায়

দীর্ঘ ২৫ বছর ধরে তিনি 'আজকাল' পত্রিকার ক্রীড়া বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সদাহাস্য়ময় 'রণিদা' বাংলার সংবাদ জগতের সকলেরই প্রিয় ছিলেন।

দীর্ঘ ২৫ বছর ধরে তিনি 'আজকাল' পত্রিকার ক্রীড়া বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সদাহাস্য়ময় 'রণিদা' বাংলার সংবাদ জগতের সকলেরই প্রিয় ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
photographer rony roy dead

প্রয়াত রনি রায়। ছবি ফেসবুক থেকে

বিশিষ্ট চিত্র সাংবাদিক রণজয় 'রনি' রায় প্রয়াত হলেন। শুক্রবার বিকেলেই তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। কলকাতার সংবাদ জগতে তিনি 'রনি' নামেই অধিক পরিচিত ছিলেন।

Advertisment

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সর্দি-কাশি-জ্বরে ভুগছিলেন তিনি। ছিল সুগার এবং শ্বাসকষ্ট জনিত সমস্যাও। অসুস্থ অবস্থায় নিজের বাড়িতেই ছিলেন। এদিনই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি 'আজকাল' পত্রিকার ক্রীড়া বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। সদাহাস্য়ময় 'রণিদা' বাংলার সংবাদ জগতের সকলের কাছেই প্রিয় ছিলেন। কিছুদিন আগেই ক্যানসারে প্রয়াত হন তাঁর স্ত্রী।

রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় রণজয় রায়ের মৃত্য়ুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মুখ্য়মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেছেন, "তাঁর মৃত্য়ুতে চিত্র সাংবাদিক জগতে বিশেষ শূন্যতার সৃষ্টি হল। আমি রণজয় রায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন