সৌন্দর্যে ফের বাজিমাত কলকাতার রমনীর। Mrs. India Queen of substance 2021এর Mrs. Compassionate-র খেতাব জিতলেন দমদমের পামেলা পাল দাস। সম্প্রতি দেশের এক মেট্রো সিটির পাঁচতারা হোটেলে বসেছিল বিচারের আসর। সেখানেই ভারতজোড়া সৌন্দর্যের খেতাব পান পামেলা।
Advertisment
পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা পামেলা। ঘরকন্যা, স্কুলের শিক্ষকতার কাজ সামলে এত দিন তাঁর চলছিল ভালই। কিন্তু সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। যা তিনি ছড়িয়ে দিতে চান নিজের ছাত্রীদের মধ্যে। রুপোলি জগৎও যে আয়ের পথ তারই ভরসা দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষিকা পামেলা পাল দাসের।
শুধু Mrs. Compassionate-ই নয়, পামেলার ঝুলিতে রয়েছে Mrs. INDIA Face of East 2021-এর খেতাবও।
প্রতিযোগিতার মঞ্চে পামেলা পাল দাস
Advertisment
শিক্ষকতার পাশাপাশি কোন আকর্ষণে পামেলা পাল দাসের হঠাৎ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছে হল? শিক্ষিকার জবাবে উঠে এল নতুন প্রজন্মকে পথ দেখানোর অঙ্গিকার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পামেলা বলেন, "শিক্ষকতা করি। সমাজের নানাস্তর থেকে স্কুলে পড়ুয়ারা আসে। তাঁদের এক এক জনের ইচ্ছে এক এক রকম। কেউ পড়তে ভালোবাসে, আবার কেউ অন্য পেশাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখে। কিন্তু গতানুগতিকাতেই ভাঙলেই সমাজের নানা প্রশ্ন ভিড় করে। বিভ্রান্ত হন অভিভাবকরা। ফলে ক্ষুদের স্বপ্ন অঙ্কুরেই শেষ হয়ে যায়। আমি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ছোটদের ও তাঁদের পরিবারগুলোকে সাহস দেওয়ার চেষ্টা করেছি। রুপোলি জগৎ মানেই ভীতি নয়, এই বার্তা দেওয়ার চেষ্টা করছি।"
শিক্ষিকার সাফল্যে আপ্লুত ক্ষুদের দল। তাঁরাই এখন সোশাল মিডিয়ায় পামেলার প্রচারে ব্যস্ত। নিখাদ কচি ভালোবাসায় মুগ্ধ শিক্ষিকাও। আপাতত ছোট ছোট মেয়েগুলোর স্বপ্নের পরিধির বিস্তার ঘটছে পামেলাকে ঘিরেই। স্বপ্নকে ছোঁয়া যে সম্ভব সেই বিশ্বাসও গড়ে উঠছে।
যিনি রাঁধেন, তিনিই চুল বাঁধেন। ছক ভেঙে পামেলা প্রমাণ করলেন- হাতে চক ধরলেও সৌন্দর্যেও ভারত জয় সম্ভব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন