/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/Mamata-Teacher.jpg)
আদিগঙ্গায় নেমে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের।
ভোটের মুখে মাদ্রাসা ও স্কুল শিক্ষকদের আন্দোলনে জেরবার রাজ্য সরকার। বিদ্যার দেবী সরস্বতী পুজোর দিনই অভিনব বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আদিগঙ্গায় ঝাঁপ দিলেন বেশ কয়েকজন পার্শ্বশিক্ষক। নিজেদের দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে জলে নেমে পড়েন তাঁরা। শিক্ষামিত্র সংগঠনের ওই সদস্যরা সাঁতরে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের অনুরোধে দল থেকে উঠে আসেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ আলিপুর জেলের কাছে জমায়তে করেন পার্শ্বশিক্ষকরা। তারপর সেই দলের পাঁচ-ছজন আচমকা আদিগঙ্গায় নেমে পড়েন। প্লাস্টিকে মোড়া দাবি দাওয়া সম্বলিত কাগজ নিয়ে সাঁতার কাটতে থাকেন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে। বেতন পরিকাঠামো-সহ একাধিক দাবিতে বহুদিন ধরে তাঁরা আন্দোলন করছেন। দিন দুয়েক আগে তাঁদের ধর্নাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে দাবি-দাওয়া জানাতে অভিনব বিক্ষোভ দেখালেন তাঁরা।
প্রসঙ্গত, শিক্ষকদের আন্দোলন-অনশন ভোটের মুখে লেগেই রয়েছে। লাগাতার বিক্ষোভের জেরে বিব্রত রাজ্য সরকার। গত ২৭ জানুয়ারি বিধানসভা অধিবেশন শুরুর দিনই বিক্ষোভে উত্তপ্ত হয় ওই চত্বর। বিধানসভা অভিযান করে শিক্ষক মুক্তমঞ্চ। বিধানসভার ভিভিআইপি গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। বিধানসভার গেটের উপরেও উঠে পড়েন তাঁরা। এই সময় বিধানসভার ভিভিআইপি গেট অবরুদ্ধ হয়ে পড়ে। এর পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিনও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন