৪ দিন ধরে স্বাস্থ্য পরীক্ষা! সোমবার পর্যন্ত বন্ধ শহরের এই উড়ালপুল

Kolkata: সেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ভার বহনের ক্ষমতা যাচাইয়ে এই সিদ্ধান্ত।

Kolkata: সেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ভার বহনের ক্ষমতা যাচাইয়ে এই সিদ্ধান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Flyover, Park Street, Kolkata Police

ফাইল ছবি।

Kolkata: স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার থেকে চার দিন বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল। বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, ৭ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টা থেকে ১১ জানুয়ারি, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। কাজের দিনে যাতায়াতের সুবিধার জন্য খুলে দেওয়া হবে জহরলাল নেহেরু রোড। এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

Advertisment

মূলত, সেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ভার বহনের ক্ষমতা যাচাইয়ে এই সিদ্ধান্ত। মূলত চার চাকার ব্যক্তিগত গাড়ি এবং দুই চাকার যান উত্তর এবং দক্ষিণ কলকাতা যেতে এই উড়ালপুর ব্যবহার করে। যাত্রীবাহী গাড়িগুলো উড়ালপুলের নীচ দিয়েই যায়। তবে এই চার দিন দুই চাকার এবং চার চাকার যানবাহন জেএল নেহেরু রোড ধরেই যাতায়াত করবে। এমনটাই পুলিশ সূত্রে খবর।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামেপড়তেথাকুন

Park Street Flyover Close kolkata police