/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/roxy.jpg)
ভেঙে পড়েছে রক্সি সিনেমার বাইরের একাংশ। ছবি - পার্থ পাল
ভেঙে পড়ল রক্সি সিনেমা হলের একাংশ।এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে পড়ে হলের বাইরের বেশ কিছুটা অংশ। আশপাশের ফুটপাতের দোকান সমস্ত বন্ধ থাকার কারণে বড়সড় কোনও বিপদ হয়নি। কোনও পথচলতি মানুষ এবং দোকানদারের কর্মীরাও আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউমার্কেট থানার পুলিশ। হঠাৎ কী করে রক্সি সিনেমা হলের সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখে যায় পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা।
কলকাতার সিনে সংস্কৃতির সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী রক্সি। অভিজাত প্রেক্ষাগৃহটিতে পা পড়েছে বহু গুণী জনের। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে রক্সিতে চলচ্চিত্র প্রদর্শন হয় না। এই সিনেমা হল ২০১১ সাল থেকে কলকাতা পুরসভা দখলে। কোভিডকালে সেখানেই বসে কলকাতা পুরসভার তরফে টিকাদান করা হয়। এছাড়াও, স্বাস্থ্যসাথী কার্ড তৈরির পরিষেবা কেন্দ্র হিসাবেও একদা ঐতিহ্যশালী এই প্রেক্ষাগৃহটিকে ব্যবহার করা হয়। ।