রোমহর্ষক, পরিজনকে দেখে হাসপাতালের জানলা থেকে নাম ধরে হাঁক 'মৃত' রোগীর

এদিনের ঘটনার দায় কার? ইন্টারন্যাল ইনকোয়ারি হবে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

এদিনের ঘটনার দায় কার? ইন্টারন্যাল ইনকোয়ারি হবে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
national medical college hospital

রোমহর্ষক কাণ্ড। রোগী মৃত বলে হাসপাতাল থেকে রোগীর বাড়িতে খবর পৌঁছে গিয়েছিল। স্বাভাবিকভাবেই শোকের মেঘ ছে যায় সাব্বির মোল্লার বাড়িতে। শুক্রবার সকালেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে ছুটে আসেন সাব্বির মোল্লার পরিজনেরা। দেহ পেতে তোরজোর শুরু করেন। হাসপাতালের মর্গ থেকে জানানো হয়, রোগীর কোভিড রিরোপ্ট পজিটিভ এসেছিল, তারপরই ওই রোগী মারা যায়। ফলে দেহ দেওয়া যাবে না। ফলে শোকের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় মোল্লা পরিবারের।

Advertisment

ছোটাছুটির মধ্যেই ঘটনায় নাটকীয় মোড়। নিজের পরিজনকে দেখেই হাসপাতালের ওয়ার্ডে শৌচাগারের মধ্যে থেকে জোরে হাঁক দেন সাব্বির। চেনা গলার আওয়াজ শুনেই হতবম্ব অবস্থা তখন। সেই সময় ওয়ার্ডে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছুটে যান 'মৃত' সাব্বিরের বাড়ির লোকেরা। পুরো বিষয়টি কোলসা করেন তাঁরা। কিন্তু মানসিক ভ্রম বলে রোগীর পরিজনদের দাবি উড়িয়ে দেন কর্তৃপক্ষ।

প্রায় কয়েক ঘন্টার টানমাপোড়েনের পর অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পান সাব্বির মোল্লা। হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স সহ কর্মচচারীদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি। ততক্ষণে অবস্থা প্রিয় মানুষকে কাছে পেয়ে ভয়াবহ স্মৃতি ভোলার চেষ্টা চালাচ্ছেন পরিজনেরা। ছোখে জল, মুখে হাসি।

ফের সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার ছবিই ধরা পড়ল। এদিনের ঘটনার দায় কার? ইন্টারন্যাল ইনকোয়ারি হবে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news