Advertisment

সাধ্যের দামে মেডিক্যাল কলেজে বিলাসবহুল কেবিন

এবছর ডাক্তার দিবস অর্থাৎ ১ জুলাই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের মতো রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পেয়িং কেবিন চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

বেসরকারি হাসপাতালের আদলে এবার কলকাতা মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে পেয়িং কেবিন। বিলাসবহুল সুযোগ সুবিধা মিলবে এখানে। যার খরচ বেসরকারি হাসপাতালের তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধনের দিন স্বাস্থ্য নিয়ে একাধিক পরিকল্পনার মধ্যে পেয়িং কেবিন অন্যতম বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Advertisment

সেই কেবিন তৈরিতে প্রথম পদেক্ষেপ নিল কলকাতার মেডিক্যাল কলেজ। বেসরকারি হাসপাতালের মতো পরিকাঠামো তৈরি করা হচ্ছে ওপিডি কমপ্লেক্সের আট এবং নয় তলায়। পালস অক্সিমিটার, ফাউলার্স বেড, কালার টিভি, ফ্রিজ সমেত নানান কেবিন অন্তর্বর্তী পরিষেবা। ২৪ ঘণ্টা সেখানে ডাক্তার ও নার্সের নজরে থাকবেন আপনি। বেসরকারি হাসপাতালের মতো সুইচ টিপলে বেডের কাছে হাজির হবেন নার্স, প্রয়োজনে ডাক্তারও। প্রতি তলায় ১২ টি কেবিন থাকবে, প্রতি কেবিনে দুজন করে রোগী ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে প্রতিদিনের বেড ভাড়া ১,০০০ টাকা। এছাড়া আরও ১২ টি কেবিন থাকবে। যে কেবিনে একজন করে রোগী থাকতে পারবেন। সেই বেডের ভাড়া দিন পিছু ২,০০০ টাকা।

publive-image ওপিডি কমপ্লেক্স বিল্ডিং-এ তৈরি হচ্ছে পেয়িং কেবিন

মেডিক্যাল কলেজের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "মুমূর্ষু রোগী, অন্তঃসত্ত্বা মা, এবং শিশুরা পেয়িং কেবিনে ভর্তি হতে পারবেন না। এছাড়া অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে, যেমন হৃদরোগ, কিডনির সমস্যা সহ অন্যান্য বিভাগের রোগীদের রাখা হবে এখানে। এই দুটো তলায় আটজন ডাক্তারকে রাখার কথা ভাবা হয়েছে।"

এবছর ডাক্তার দিবস অর্থাৎ ১ জুলাই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের মতো রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পেয়িং কেবিন চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করতে গিয়ে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। সেদিন মুখ্যমন্ত্রী বলেন, "হাসপাতালেও নার্সিংহোমের মতো অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে পেয়িং কেবিনে। তবে এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে না, তার জন্য একটা নির্দিষ্ট মূল্যের খরচ দিতে হবে। এসএসকেএম হাসপাতালে বাড়ানো হবে পেয়িং কেবিনে বেডের সংখ্যা।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে এই পেয়িং কেবিনের ব্যবস্থা করা হবে। যেখানে বেসরকারি হাসপাতালের মত সুযোগ সুবিধা পাওয়া যাবে। তবে বেসরকারি নার্সিং হোমের তুলনায় তার খরচ অনেকাংশেই কম হবে। এখান থেকে যা উপার্জন হবে তা হাসপাতালের উন্নয়েনের কাজে লাগবে এবং চিকিৎসকদেরও দেওয়া হবে ১/৪ শতাংশ টাকা।" অর্থাৎ বিল যদি ১ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে ডাক্তার পাবেন ২৫,০০০ টাকা।

বর্তমানে যে যে হাসপাতালে জায়গা আছে, সেগুলিতে তৈরি হবে পেয়িং কেবিন। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে ১৫০ টি অতিরিক্ত বেড রাখা হবে।

Mamata Banerjee calcutta medical college
Advertisment