scorecardresearch

প্রয়াত পদ্মশ্রী সুনীলকান্তি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

যুক্ত ছিলেন নানা সমাজসেবার কাজে, গতকাল রাতেই মৃত্যু হয়েছে তাঁর

প্রয়াত পদ্মশ্রী সুনীলকান্তি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত প্রখ্যাত ব্যাবসায়ী

  প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রাতে পিয়ারলেস হাসপাতালেই মৃত্যু হয়েছে তার।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত রোগেই অনেকদিন ভুগছিলেন। মাঝে মধ্যেই চিকিৎসার প্রয়োজন হচ্ছিল। শনিবার শরীর অতিরিক্ত খারাপ হওয়াতেই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পিয়ারলেস গ্রুপ ছাড়াও যুক্ত ছিলেন নানান সমাজসেবামূলক কাজে। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন বেশ কয়েকবছর। দাদা বি.কে রায়ের মৃত্যুর পর ১৯৮৫ সালে এই বিশাল কর্মভারের দায়িত্ব নিয়েছিলেন। সমাজকল্যাণের কাজেই ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান।

শোক প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, লিখলেন – বাংলার বাণিজ্যে এক অধ্যায় শেষ হল। পরিবার এবং বন্ধুদের সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Peerless group md sunilkanti roy died at the age