পুজোর মুখে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। একটানা চারদিন ধরে কলকাতায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। শুক্রবার কলকাতায় লিটারে ২৯ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। একইভাবে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটারে ১০৪ টাকা ২৩ পয়সা। ডিজেল লিটার প্রতি ৯৫ টাকা ২৩ পয়সা।
লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। পুজোর মুখে পেট্রোপণ্যের একটানা দাম-বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধির আশঙ্কা প্রবল। মাথায় হাত আমজনতার। কলকাতায় এই নিয়ে একটানা চারদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। বহু আগেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোল। ডিজেলেরও সেঞ্চুরির গণ্ডি ছোঁয়া সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৯৫ টাকা ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন- আজও নিস্তার নেই, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
অতিমারীর এই পরিস্থিতিতে একটি বড় অংশের মানুষের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। করোনার জেরে গত বছর একটানা লকডাউনের ফলে একাধিক ছোট-বড় সংস্থা বন্ধ হয়েছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার চালাতে বাধ্য হয়েই পেশা বদলেছেন অনেকে।
আরও পড়ুন- Daily Horoscope, 8 October 2021: কেমন যাবে তৃতীয়ার দিনটি? পড়ুন রাশিফল
এই পরিস্থতিতে দিনের পর দিন ধরে দাম বেড়েই চলেছে পেট্রোপণ্যের। যার সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। অতিমারীর এই কালে বাজার ‘আগুন’। প্রতিদিন দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। ঘোর বিপাকে সাধারণ মানুষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন