একটানা সাত দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। লাগামহীন জ্বালানি তেলের দাম। গত সাত দিন ধরে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম রেকর্ডের পর রেকর্ড গড়ছে। সোমবর কলকাতায় পেট্রোলর দাম বাড়ল লিটার প্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ৩৫ পয়সা।
উৎসবের মরশুমের শুরু থেকে দাম বেড়েছে চলেছে জ্বালানি তেলের। গত সাত দিন ধরে কলকাতায় বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সোমবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি জারি। কলকাতায় লিটারে ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১০৫ টাকা ০৯ পয়সা। অন্যদিকে ফের লিটারে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নয়া দাম ৯৬ টাকা ২৮ পয়সা। এমনিতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বাজার আগুন। ফি দিন বাজারে গিয়ে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন আমজনতা। গত সাত দিন ধরে যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে বাজারদর আরও চড়া হওয়ার আশঙ্কা।
জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও হেলদোল নেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। উদ্যোগ নেই কেন্দ্রীয় সরকারেরও। ঘেরা বিপাকে আমজনতা। করোনাকালে গত দেড় বছরেরও বেশি সময় ধরে দেশের একটি বড় অংশের মানুষের জীবিকার সংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছরের একটানা লকডাউনের জেরে ছোট-বড় একাধিক সংস্থা বন্ধ হয়েছে। বহু সংস্থা কর্মীদের বেতন কমানোর পথে হেঁটেছে। এই পরিস্থিতিতে ঘোর অস্বস্তিতে সাধারণ নাগরিক।
পেট্রোল-ডিজেলের পাশাপাশি এখন চড়া দামে কিনতে হচ্ছে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারও। কলকাতায় ৯২৬ টাকায় মিলছে রান্নার গ্যাস। বাড়ির রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও।
আরও পড়ুন- Daily Horoscope, 11 October 2021: মহাষষ্ঠীতে ভাগ্যদেবী সুপ্রসন্ন হবেন কি? পড়ুন রাশিফল
১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ১৮০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোপণ্যের ছ্যাঁকায় গায়ে 'ফোস্কা' পড়ছে আমজনতার। বেশ কিছুদিন আগেই কলকাতায় পেট্রোলর দাম সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে। এবার ডিজেলের দামও সেঞ্চুরি ছোঁয়া সময়ের অপেক্ষা মাত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন