লাগামহীন দাম-বৃদ্ধি পেট্রোল-ডিজেলের। কলকাতায় বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এই নিয়ে পরপর ৬ দিন কলকাতায় দাম-বৃদ্ধি অব্যাহত জ্বালানি তেলের। রবিবার জ্বালানি তেলের দামে নয়া রেকর্ড। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩৫ পয়সা। রবিবার কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটারে ১০৪.৮০ টাকা। ডিজেলের নয়া দাম লিটারে ৯৫ টাকা ৯৩ পয়সা।
পুজোর মরশুমে লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। এই নিয়ে টানা ৬ দিন কলকাতায় দাম বাড়ল জ্বালানি তেলের। কয়েক মাস আগেই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছিল। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিজেলেরও। দিন কয়েকের মধ্যেই ডিজেলও সেঞ্চুরির গণ্ডি ছোঁবে। জ্বালানি তেলের লাগাতার দাম-বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজার দরে। অতিমারীর কালে বাজার 'আগুন'। প্রতিদিন বাজারে গিয়ে তা হাড়েহাড়ে টের পাচ্ছে আমজনতা।
করোনার জেরে এমনিতেই একটি বড় অংশের মানুষের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছর একটানা লকডাউনের জেরে ছোট-বড় অনেক সংস্থায় তালা ঝুলেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। সংসার চালাতে অনেকেই আবার অন্য পেশা বেছেছেন। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের লাগাতার দাম-বৃদ্ধির জেরে পকেটে টান। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে যানবাহনে চড়ার খরচও। সব মিলিয়ে পেট্রোল-ডিজেলের ছ্যাঁকায় নাজেহাল আমজনতা।
আরও পড়ুন- Daily Horoscope, 10 October 2021: মহাপঞ্চমীর দিনভর কেমন কাটবে? পড়ুন রাশিফল
উৎসবের মরশুমে যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধির আশঙ্কা প্রবল। পেট্রোলর-ডিজেলের পাশাপাশি গত ৬ অক্টোবর ফের বাড়ানো হয়েছে বড়ির রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৫ টাকা বেড়ে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন ৯২৬ টাকা। বাড়ির রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩৫ টাকা বেড়েছে কিছুদিন আগেই। কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন ১৮০৫ টাকা ৫০ পয়সা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন