বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এই নিয়ে পরপর পাঁচ দিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। চতুর্থীতে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা। শনিবার কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা।
উত্সবের মরশুমে লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। এই নিয়ে টানা পাঁচ দিন কলকাতায় দাম বাড়ল জ্বালানি তেলের। কয়েক মাস আগেই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছিল। পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছে ডিজেল। যেভাবে দাম বাড়ছে তাতে দিন কয়েকের মধ্যেই ডিজেলও সেঞ্চুরির গণ্ডি ছোঁয়া সময়ের অপেক্ষা মাত্র। জ্বালানি তেলের লাগাতার দাম-বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজার দরে।
প্রতিদিন বাজারে গিয়েই তা হাড়েহাড়ে টের পাচ্ছে আমজনতা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। তবে উত্সবের মরশুমে লাগাতার জ্বালানি দাম বৃদ্ধির জেরে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর দাম আরও চড়া হওয়ার আশঙ্কা প্রবল।
আরও পড়ুন- Daily Horoscope, 9 October 2021: চতুর্থীতে সৌভাগ্য লাভ হবে কি? পড়ুন রাশিফল
দিন কয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল। তারই কয়েকদিনের মাথায় দাম বেড়েছে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের। একদিকে রান্নার গ্যাসের চড়া দাম অন্যদিকে, পেট্রোল-ডিজেলের লাগাতার দাম-বৃদ্ধি, দু'য়ের গেরোয় ঘোর বিপাকে সাধারণ মানুষ।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন