scorecardresearch

সেঞ্চুরি ছুঁইছুঁই ডিজেল, ফের দাম বাড়ল পেট্রোলের

পুজোর মুখে লাগাতার তিন দিন ধরে দাম বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের।

Diesel cross rupees hundred in 23 districts of bengal, again hike in petrol price at kolkata
কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড।

ফের দাম বাড়ল জ্বালানি তেলের। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। আজ কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটারে ১০৩ টাকা ৯৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৯৪ টাকা ৮৮ পয়সা।

শহর কলকাতায় জ্বালানি তেলের দাম-বৃদ্ধি অব্যাহত। লাগাতার তিন দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। বহু আগেই পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এবার সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও। পুজোর ঠিক মুখে পরপর তিন দিন দাম বাড়ল জ্বালানি তেলের। করোনাকালে লাগাতার দাম বেড়ে চলেছে জ্বালানি তেলের। কলকাতায় কয়েক মাস আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে পেট্রোল। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে ডিজেলও। এবার ডিজেলের দামও লিটারে ১০০ ছোঁয়া সময়ের অপেক্ষা।

করোনা পরিস্থিতিতে একটি বড় অংশের মানুষের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। অতিমারীর কোপে একটানা লকডাউনের জেরে একাধিক ছোট-বড় সংস্থায় তালা ঝুলেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার চালাতে বাধ্য হয়ে পেশা বদলেছেন অনেকে। এই পরিস্থতিতে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সমানে বাড়িয়ে চলেছে জ্বালানি তেলের দাম। যার সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। অতিমারীর এই কালে বাজার ‘আগুন’। প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম।

আরও পড়ুন- Daily Horoscope, 7 October 2021: গ্রহের ফেরে সিংহ, কুম্ভের জীবনে আঘাত? পড়ুন রাশিফল

দিন কয়েক আগেই বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার কোপ মধ্যবিত্তের হেঁশেলে। ফের দাম বেড়েছে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের। ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৫ টাকা বেড়েছে। এর জেরে এখন রান্নার গ্যাসের দাম বেড়ে ৯২৬ টাকা। অতিমারীর কালে লাগাতার পেট্রোপণ্যের দাম-বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। হেলদোল নেই কেন্দ্রের।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Petrol and diesel price hike in kolkata on 7 october 2021