লাগাতার দাম বৃদ্ধি পেট্রোল-ডিজেলের। এই নিয়ে নিয়ে টানা তিন দিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতায় দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। অন্যদিকে লিটারে ৩৫ পসা বেড়ে সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলের দাম। উত্সবের মরশুমে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে তেল সংস্থাগুলি। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরেই জ্বালানি তেলের এই লাগাতার দাম বৃদ্ধি, এমনই দাবি কেন্দ্রের।
বেশ কিছুদিন আগেই কলকাতায় পেট্রোলের দাম লিটারে একশো ছাড়িয়েছে। এবার পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে দ্রুত গতিতে দৌড় ডিজেলেরও। বাড়তে বাড়তে সেঞ্চুরি ছুঁইছুঁই ডিজেল। নতুন করে দাম বৃদ্ধির জেরে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৭ টাকা ৪৪ পয়সা।
অন্যদিকে, ফের দাম বৃদ্ধির জেরে ডিজেলের নয়া দাম লিটার প্রতি ৯৮ টাকা ৭৩ পয়সা। উত্সবের মরশুমে জ্বালানি তেলের লাগাতার দামবৃদ্ধির জেরে বাজার আগুন। হু হু করে বড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। পাল্লা দিয়ে বাড়ছে শাক-সবজির দামও। করেনাকালে বাজারে গিয়ে মাথায় হাত আমজনতার।
শীতকালে নানা রকমের সবজি মেলে। এবার শীত শুরুর আগেই সবজির দামে ছ্যাঁকা। টমেটোর দাম ইতিমধ্যেই একশো পেরিয়েছে। সর্ষের তেল দু'শো ছাড়িয়ে দৌড় জারি রেখেছে। মোটের উপর করোনাকালে জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির জেরে শাক সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই দাম বাড়ছে। পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ার জেরে বাজারদর চড়ছে। এমনই বলছেন বিক্রেতারা।
আরও পড়ুন- Daily Horoscope, 22 October 2021: আর্থিক সঙ্কটে কর্কট, মেজাজে সমস্যা ধনুর! পড়ুন রাশিফল
বিরোধীরা জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষলেও তাতে বিন্দুমাত্র হেলদোল নেই মোদী সরকারের। বরং এক্ষেত্রে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দায় সারছে কেন্দ্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন