Advertisment

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, গত ৪ দিনে এই নিয়ে ৩ বার

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol diesel price hike in kolkata for fifth time in six consecutive days

ফের বাড়ল পেট্রােল-ডিজেলের দাম।

পাঁচ রাজ্যের ভোট মিটতেই জ্বালানির জ্বালা ফের শুরু। লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। এই নিয়ে গত চার দিনে তিনবার দাম বাড়ল জ্বালানি তেলের। শুধু কলকাতাই নয়। মহানগরীর পাশাপাশি আজ ফের এক দফায় পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বাণিজ্যনগরী মুম্বই এবং রাজধানী দিল্লিতেও।

Advertisment

লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। শুক্রবার কলকাতায় লিটার প্রতি ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। শহর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ১০৭ টাকা ১৮ পয়সা। অন্যদিকে, এদিন দাম বেড়েছে ডিজেলেরও। লিটারে ৮০ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের নয়া দাম হল ৯২ টাকা ২২ পয়সা। পেট্রোল-ডিজেলের এই দাম বৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কা। মাথায় হাত আমজনতার।

আরও পড়ুন- বন্ধ থাকছে গড়িয়াহাট উড়ালপুল, কোন পথে ঘোরানো হবে গাড়িগুলি?

এমনিতেই মহামারীর কালে বহু বেসরকারি সংস্থায় তালা ঝুলেছে। বিশেষ করে ছোট-ছোট বহু প্রতিষ্ঠান টানা লোকসানের বহর সামলাতে না পেরে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে। কাজ খুইয়েছেন কাতারে-কাতারে মানুষ। অনেকে সংসার চালাতে আয়ের জন্য পেশা বদলাতেও বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের এক দফায় যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে তাতে আমজনতার অস্বস্তি বহুগুণে বাড়বে তা বলাই বাহুল্য।

জ্বালানি তেলের দাম বৃদ্দির জেরে একদিকে যেমন বাস ও অন্যান্য গাড়ির ভাড়া বাড়বে তেমনি বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এমনিতেই বাজার বেশ চড়া। ফি দিন বাজারে গিয়েই তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ। এর উপর যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে চলেছে তাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বাড়ার আশঙ্কা প্রবল।

diesel price rise Petrol price Petrol-Diesel price Hike kolkata news kolkata
Advertisment