লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের। শুক্রবারের পর শনিবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত ৫ দিনে ৪ বার দাম বাড়ল জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী এই দামের জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। একইসঙ্গে ফের একবার বড়সড় কোপ পড়তে পারে গাড়ি ভাড়ার ক্ষেত্রেও। মহামারীর কাল কাটিয়ে ওঠার মুখে জ্বালানি তেলের লাগাতার এই দাম-বৃদ্ধির জেরে ঘোর বিপাকে আমজনতা।
উত্তর প্রদেশ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই ফের দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের দাম ফের লাগামছাড়া হয়ে উঠেছে। কলকাতায় গত ৫ দিনে ৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। শনিবার কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৮৩ পয়সা বেড়েছে। কলকাতায় এদিন পেট্রোলের নতুন দাম লিটার প্রতি ১০৮ টাকা ১ পয়সা। অন্যদিকে, দাম বেড়েছে ডিজেলেরও। নয়া এই দাম বৃদ্ধির জেরে শনিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ১ পয়সা।
আরও পড়ুন- চৈত্রের দাবদাহে নাজেহাল চিড়িয়াখানার আবাসিকরা, দইভাত, লস্যির ডায়েটে ভাল্লুক-শিম্পাঞ্জিরা
এমনিতেই মহামারীর কালে বহু বেসরকারি সংস্থায় তালা ঝুলেছে। বিশেষ করে ছোট-মাঝারি বহু সংস্থা টানা লোকসানের বহর সামলাতে না পেরে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে। কাজ খুইয়েছেন কাতারে-কাতারে মানুষ। অনেকে সংসার চালাতে পেশা বদলাতেও বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের এক দফায় যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে তাতে আমজনতার অস্বস্তি বহুগুণে বাড়বে তা বলাই বাহুল্য।
দিন কয়েক আগেই ফের এক দফায় দাম বেড়েছিল রান্নার গ্যাসের। এক লাফে ৫০ টাকা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বর্তমানে ৯৭৬ টাকা। যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তাতে রান্নার গ্যাসের দাম কলকাতায় সিলিন্ডার প্রতি হাজার টাকা ছোঁয়া সময়ের অপেক্ষা বলেই আশঙ্কা করা হচ্ছে।