লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের। শহর কলকাতায় আজও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের লাগাতার এই দাম বৃদ্ধির জেরে এবার বড়সড় কোপ পড়তে চলেছে বাজারদরেও। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও চড়া হওয়ার আশঙ্কা প্রবল। এরই পাশাপাশি এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে যেতে পারে গাড়ি ভাড়াও। সব মিলিয়ে জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির জেরে ফের একবার ঘোর বিপাকে আমজনতা।
লাগামহীন পেট্রোল-ডিজেল। শহর কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারে ৮৩ পয়সা বেড়েছে। যার জেরে বৃহস্পতিবার কলকাতা শহরে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে, এদিন ডিজেলের দামও লিটারে ৮০ পয়সা বেড়েছে। কলকাতায় আজ লিটার প্রতি ডিজেলের দাম ৯৬ টাকা ২২ পয়সা।
কলকাতার পাশাপাশি দেশের একাধিক শহরে আজও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। রাজধানী দিল্লিতে আজ পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা করে বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০১ টাকা ৮১ পয়সা। যা আগে ছিল ১০১ টাকা ১ পয়সা। ডিজেলের দামও প্রতি লিটারে ৯২ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৯৩ টাকা ৭ পয়সা হয়েছে।
অন্যদিকে, বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ১১৬ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম ইতিমধ্যেই মুম্বইয়ে সেঞ্চুরি পার করেছে। বর্তমানে মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ১০০ টাকা ৯৪ পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০৭ টাকা ৪৫ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৭ টাকা ৫২ পয়সা।
আরও পড়ুন- বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, ‘নিয়ন্ত্রণে আনতেই হবে’, রাহুলের নেতৃত্বে সোচ্চার কংগ্রেস
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটানা পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় কেন্দ্রের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছেন দলের সাংসদরা। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে জ্বালানির লাগাতার দাম বৃদ্ধি ইস্যুতে সোচ্চার কংগ্রেস সাংসদরা।
বৃহস্পতিবার সকালে বিজয় চকে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ পালন কর্মসূচি নিয়েছে কংগ্রেস। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলবে বিক্ষোভ। রাজ্যে-রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে সভা-মিছিল করবে কংগ্রেস নেতৃত্ব।