পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের পেট্রোপণ্যের লাগাতার দাম-বৃদ্ধি। এই নিয়ে গত ৬ দিনে টানা ৫ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের লাগাতার এই দাম বৃদ্ধির জেরে বাজারদর আরও চড়া হওয়ার আশঙ্কা প্রবল। মহামারীর কাল কাটিয়ে উঠে সবেমাত্র স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে গোটা দেশ। তবে এই আবহে পেট্রোল-ডিজেলের ফি দিনের দাম বৃদ্ধির জেরে সেই চেষ্টায় বড়সড় একটা ধাক্কা যে আসবে তা বলাই বাহুল্য।
ফের দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। রবিবার কলকাতায় লিটার প্রতি ৫২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। অর্থাৎ রবিবার শহর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮ টাকা ৫৩ পয়সা।
আরও পড়ুন- যাত্রীদের জন্য সুখবর, বাড়ছে মেট্রোর সংখ্যা ও পরিষেবার সময়
অন্যদিকে, পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছে ডিজেলও। এদিন লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৫৬ পয়সা। অর্থাৎ কলকাতায় রবিবার ডিজেলের দম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৩ টাকা ৫৭ পয়সা।
এমনিতেই করোনার জেরে চলা লকডাউন ও ব্যবসায় মন্দার কারণে বহু বেসরকারি সংস্থায় তালা ঝুলেছে। বিশেষ করে ছোট-মাঝারি বহু সংস্থা টানা লোকসানের বহর সামলাতে না পেরে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে। কাজ খুইয়েছেন কাতারে-কাতারে মানুষ। অনেকে সংসার চালাতে পেশা বদলাতেও বাধ্য হয়েছেন।
এই পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের এক দফায় যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে তাতে আমজনতার অস্বস্তি বহুগুণে বাড়বে তা বলাই বাহুল্য।