Advertisment

কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড

একটানা চারদিন কলকাতায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol and Diesel price Kolkata 15 November 2021

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

লাগামহীন পেট্রোল-ডিজেল। একটানা চারদিন দাম বাড়ল জ্বালানি তেলের। শনিবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শনিবার কলকাতায় পেট্রোলের নয়া দাম ১০৯ টাকা ৪৬ পয়সা। অন্যদিকে লিটারে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নয়া দাম ১০০ টাকা ৮৪ পয়সা।

Advertisment

বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। কলকাতায় পেট্রোল সেঞ্চুরি করেছে বহু আগেই। কলকাতার আগেই জেলায়-জেলায় ১০০ পেরিয়েছিল ডিজেল। দিন কয়েক আগে কলকাতাতেও ডিজেলের দাম লিটারে ১০০ পেরিয়েছে। এককথায় বিদ্যুৎ গতিতে দাম বাড়ছে জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের দাম কমানোয় কোনও হেলদোল নেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকারও।

দেশের সর্বত্র পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে। শনিবার বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল লিটার প্রতি ১১৪ টাকা ৮১ পয়সা। ডিজেলের দাম লিটারে ১০৫ টাকা ৮৬ পয়সা। রাজধানী দিল্লিতে শনিবার পেট্রোল লিটার প্রতি ১০৮ টাকা ৯৯ পয়সা। দিল্লিতে শনিবার ডিজেলের দাম লিটারে ৯৭ টাকা ৭২ পয়সা। চেন্নাইয়ে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৭৪ পয়সা। ডিজেলের দাম লিটারে ১০১ টাকা ৯২ পয়সা। বেঙ্গালুরুতে শনিবার পেট্রোল লিটার প্রতি ১১২ টাকা ৭৯ পয়সা। ডিজেল লিটার প্রতি ১০৩ টাকা ৭২ পয়সা।

আরও পড়ুন- Daily Horoscope, 30 October 2021: কর্কটের, ধনুর ব্যবসায় উন্নতি! পড়ুন রাশিফল

জ্বালানি তেলের রকেট গতিতে দাম-বৃদ্ধির জেরে বাজার আগুন। হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। সর্ষের তেল থেকে শুরু করে শাক-সবজি, মাছ-মাংস সবের দামই চড়া। অস্বাভাবিক এই বাজাদরে ঘোর বিপাকে আমজনতা। অতিমারীর কালে এমনিতেই বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উপর যেভাবে বাজারদর বেড়ে চলেছে তাতে পরিস্থিতি আরও সঙ্গীন হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Petrol-Diesel price Hike kolkata
Advertisment