Advertisment

'পরলোকে' পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস, মোদীকে শ্রাদ্ধের কার্ড পাঠাল তৃণমূল

জিপিও থেকে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানায় সেই শ্রাদ্ধের কার্ডটি পাঠানো হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিপিও থেকে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানায় সেই শ্রাদ্ধের কার্ডটি পাঠানো হয়।

গোটা দেশে বেলাগাম পেট্রল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কলকাতায় সেঞ্চুরি পার করেছে পেট্রল, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের হেঁশেলে আগুন লাগিয়েছে রান্নার গ্যাসের দান। এই অবস্থায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার অভিনব প্রতিবাদ দেখা গেল কলকাতায়।

Advertisment

পরলোক গমন করেছে পেট্রল-ডিজেল-গ্যাস, তাই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রাদ্ধের কার্ড পাঠালেন একদল তৃণমূল কর্মী-সমর্থক। জিপিও থেকে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানায় সেই শ্রাদ্ধের কার্ডটি পাঠানো হয়।

আমন্ত্রণ পত্রে মোদীকে উদ্দেশ্য করে লেখা, "মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু, আপনার কল্যাণে পরম আরাধ্য গ্যাস, পেট্রল, ডিজেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাঁহাজের আত্মার শান্তির কামনায় পারলৌকিক কর্মে ব্রতী হয়েছি। এতদুপলক্ষে সপরিবারে সবান্ধবে পরলোকগত আত্মার শান্তি কামনায় ও নিয়মভঙ্গে আপনার নিমন্ত্রণ রইল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করিয়ে বাধিত করবেন আশা রাখি।"

আরও পড়ুন “জয় শ্রীরাম বলতে রাজি, সস্তায় পেট্রল পাব?”, পাম্পে গিয়ে প্রশ্ন কুণাল ঘোষের

কার্ডের শেষে প্রেরকের জায়গায় লেখা "ইতি, হতভাগ্য তৃণমূল কর্মী, পশ্চিমবঙ্গ"। এদিন তৃণমূলের যুব সংগঠনের তরফে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সম্প্রতি, এমনই অভিনব প্রতিবাদ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কাঁকুড়গাছিতে একটি পেট্রল পাম্পে সরাসরি গিয়ে জিজ্ঞেস করেন, "আমি একজন হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি। তাহলে কি সস্তায় পেট্রল-ডিজেল পাব।" এরপর বিজেপিকে খোঁচা দেন। এবার শ্রাদ্ধের কার্ড পাঠিয়ে প্রতিবাদকে অন্য মাত্রা দিল তৃণমূল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc kolkata news PM Narendra Modi petrol diesel price
Advertisment