Advertisment

পেট্রল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র, কলকাতায় আজ জ্বালানি তেলের দাম কত?

কেন্দ্রের আবেদনে সাড়া দিয়ে গুজরাত, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড সরকার পেট্রল-ডিজেলে ভ্যাট কমিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol-Diesel price rise again 3 April 2022

জ্বালানির ছ্যাঁকায় জেরবার দশা।

পেট্রল-ডিজেলের উপর্যুপরি দাম-বৃদ্ধিতে খানিকটা লাগাম টেনেছে কেন্দ্র। বুধবারই পেট্রল-ডিজেলের দামে এক্সাইজ ডিউটি কমিয়েছে মোদী সরকার। কেন্দ্র জ্বালানি তেলে এক্সাইজ ডিউটি কমানোয় দাম কমেছে পেট্রল-ডিজেলের। কলকাতায় বৃহস্পতিবার লিটারে ৫ টাকা ৮২ পয়সা কমেছে কলকাতায় পেট্রলের নতুন দাম ১০৪ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে লিটারে ১১ টাকা ৭৭ পয়সা দাম কমেছে ডিজেলেরও। এদিন কলকাতায় ডিজেলের নতুন দাম লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

Advertisment

জ্বালানি তেলের লাগামছাড়া দাম-বৃদ্ধিতে জেরবার আমজনতা। পেট্রল-ডিজেলের দাম চড়তে থাকার সরাসরি প্রভাব বাজারদরে। হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। অতিমারীর কালে বাজার করতে নাভিশ্বাস আমজনতার। রাজ্যে-রাজ্যে বেশ কিছুদিন ধরেই দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। কলকাতায় বহু আগেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রল। তার পরপরই রাজ্যের জেলায়-জেলায় ১০০ পার করেছে ডিজেলও। শেষমেশ কলকাতাতেও ডিজেলের দামে সেঞ্চুরি হয়েছে।

পেট্রোপণ্যের লাগাতার দাম-বৃদ্ধিতে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। রাজ্যে-রাজ্যে কেন্দ্র বিরোধী বিক্ষোভ বেড়েছে। এর উপর সদ্যসমাপ্ত বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি।

আরও পড়ুন- জ্বালানির আগুন দামের ছ্যাঁকা সবজি বাজারে, নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের

তাই মুখে রবি মরশুমে কৃষকদের স্বার্থে পেট্রল-ডিজেলের উপর থেকে কর কিছুটা কমানোর সিদ্ধান্তের কথা বললেও এর পিছনে রযেছে অন্য কারণ, এমনই মত বিরোধীদের একাংশের। পেট্রলের ওপর এক্সাইজ ডিউটি লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের।

কেন্দ্র পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছে। রাজ্য সরকারগুলিকেও পেট্রল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই আবেদনে সাড়া দিয়েছে বিজেপি শাসিত সাত রাজ্য। গুজরাত, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড সরকার পেট্রল-ডিজেলে ভ্যাট কমিয়েছে। একই পথে হেঁটেছে সিকিমও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata petrol diesel price West Bengal Central Government
Advertisment