টানা পাঁচদিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড ছুঁল। শহরে শনিবার মধ্যরাত থেকে প্রতি লিটার পেট্রলের দাম ৩৩ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। যার জেরে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ৭৯ পয়সা এবং ডিজেল ১০১ টাকা ১৯ পয়সা।
অক্টোবর মাসেই জ্বালানি তেলের দাম বাড়ল ২৫ বার। দেশের অন্যান্য মেট্রো সিটিতে আজ, রবিবার পেট্রল, ডিজেল বিকোচ্ছে চড়া দামে। দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ১০৯ টাকা ৩৪ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৮.০৭ টাকা।
মুম্বইয়ে আজ এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১৫ টাকা ১৫ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০৬ টাকা ২৩ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ১০৬ টাকা ৪ পয়সা দরে। ডিজেলের দাম ১০২ টাকা ২৫ পয়সা।
বিশ্ববাজের ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যার জেরে ভারতেও জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে রাষ্ট্রয়ত্ত তেল সংস্থাগুলি। ফলে বাড়ছে নিত্যাপ্রয়োজনীয় সব জিনিসের দামষ চরম বিপাকে আম আদমি। রাক্যত নাভিশ্বাস অবস্থা তাদের।
এদিকে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি শাসক-বিরোধী রাজনৈতিক কচকচানি অব্যাহত। কেন্দ্রকে দুষছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। পাল্টা কেন্দ্রও জ্বালানি তেল থেকে রাজ্যগুলির প্রাপ্ত কর ছাড়ের দাবি করছে। জ্বালানি তেলের উপর মোট করের ৬৩ শতাংশ পায় কেন্দ্র। বাকি ৩৭ শতাংশ যায় রাজ্যের কোষাগারে। সবমিলিয়ে পেট্রল, ডিজেলের দাম কমার বিষয়টি আপাতত বিশ বাঁও জলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন