Advertisment

কলকাতায় রেকর্ড ছুঁল লিটার প্রতি পেট্রলের দাম, উর্ধ্বমুখী ডিজেলও

শুক্রবার মধ্যরাত থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩৬ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়েছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Petrol-Diesel price rise again 3 April 2022

জ্বালানির ছ্যাঁকায় জেরবার দশা।

টানা তিন দিন বাড়ল জ্বালানির দাম। শুক্রবার মধ্যরাত থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩৬ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়েছে। ফলে, কলকাতায় পেট্রলের দাম রেকর্ড ছুঁয়েছে।

Advertisment

শনিবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম লিটার প্রতি ১০৬.১০ টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৭.৩৩ টাকা।

রাজধানী দিল্লি ও বাণিজ্য নগরী মুম্বইতে জ্বালানীর দামে নাভিশ্বাস অবস্থা। এদিন দিল্লিতে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৪৯ টাকা এবং ৯৪.২২ টাকা। অন্যদিকে মুম্বইতে একলিটার পেট্রেলের দাম বেড়ে হয়েছে ১১১.৪৩ টাকা ও ডিজেল ১০২.১৫ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২.৭০ এবং ৯৮.৫৯ টাকা।

এ মাসের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। গত তিন বছরে যা সর্বোচ্চ। যার প্রভাব পড়েছে ভারতের বাজারে। ফলে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। সপ্তমী ও অষ্টমী দাম অপরিবর্তিত থাকলেও নবমী থেকে ফের বাড়ছে পেট্রল, ডিজেলের মূল্য। এই নিয়ে গত ২১ দিনে পেট্রলের দাম বেড়েছে ১৫ বার ও ১৮ বার বেড়েছে ডিজেলের দাম।

জ্বালানির দাম বাড়ায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। অগ্নিমূল্য বাজার। উৎসবের মরসুমে তাই নাজেহাল অবস্থা আম আদমির।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Petrol-Diesel price Hike Petrol price diesel price india Petrol-Diesel Price Today petrol diesel price
Advertisment