Advertisment

"জয় শ্রীরাম বলতে রাজি, সস্তায় পেট্রল পাব?", পাম্পে গিয়ে প্রশ্ন কুণাল ঘোষের

সরাসরি পেট্রল পাম্পে গিয়ে বিজেপিকে খোঁচা দিলেন প্রাক্তন সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Ghosh, Petrol Price in Kolkata, TMC

রবিবার প্রতিবাদ কর্মসূচিতে এক অভিনব কাণ্ড করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দেশজুড়ে পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতাতেও সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রল। ডিজেলের দামও ১০০-র দিকে ছুটছে। এই অবস্থায় রাজ্যজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধরনা-অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস।

Advertisment

রবিবার প্রতিবাদ কর্মসূচিতে এক অভিনব কাণ্ড করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সরাসরি পেট্রল পাম্পে গিয়ে বিজেপিকে খোঁচা দিলেন প্রাক্তন সাংসদ।

এদিন কাঁকুরগাছিতে তৃণমূলের একটি কর্মসূচি ছিল। কুণাল ছাড়াও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে-সহ অন্যান্য শীর্ষ নেতারা ছিলেন। সভাস্থল সংলগ্ন একটি পেট্রল পাম্পে হাজির হয়ে কর্মীদের জিজ্ঞেস করলেন, "আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি, তাহলে কি সস্তায় পেট্রল পাওয়া যাবে?" কুণালের এই প্রশ্নে হতবাক হয়ে যান পাম্পের কর্মীরা। তাঁরা জানান, সবার জন্যই সমান দাম।

আরও পড়ুন শুভেন্দুর দৌড়ঝাঁপ, এখনও তৃণমূলে পদ-হীন মুকুল

এরপর আক্রমণের সুর চড়ান কুণাল। সভামঞ্চের উপর দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগে বলেন, "যাঁরা বিজেপিকে ভোট দিলেন, তাঁরা জয় শ্রীরাম বললেন সস্তায় পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস পাবেন না। বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে, মানুষের পাশে দাঁড়ায়নি।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

petrol diesel price Kunal Ghosh tmc
Advertisment