দেশজুড়ে পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতাতেও সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রল। ডিজেলের দামও ১০০-র দিকে ছুটছে। এই অবস্থায় রাজ্যজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধরনা-অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস।
Advertisment
রবিবার প্রতিবাদ কর্মসূচিতে এক অভিনব কাণ্ড করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সরাসরি পেট্রল পাম্পে গিয়ে বিজেপিকে খোঁচা দিলেন প্রাক্তন সাংসদ।
এদিন কাঁকুরগাছিতে তৃণমূলের একটি কর্মসূচি ছিল। কুণাল ছাড়াও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে-সহ অন্যান্য শীর্ষ নেতারা ছিলেন। সভাস্থল সংলগ্ন একটি পেট্রল পাম্পে হাজির হয়ে কর্মীদের জিজ্ঞেস করলেন, "আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি, তাহলে কি সস্তায় পেট্রল পাওয়া যাবে?" কুণালের এই প্রশ্নে হতবাক হয়ে যান পাম্পের কর্মীরা। তাঁরা জানান, সবার জন্যই সমান দাম।