প্রসূতির মৃত্যুতে চড় চিকিৎসককে, কলকাতার হাসপাতালে তুলকালাম

প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালেরই এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠল মৃতার পরিবারের বিরুদ্ধে।

প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালেরই এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠল মৃতার পরিবারের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pregnant woman died in Kolkata hospital

বৃহস্পতিবার একবালপুরে একটি বেসরকারি হাসপাতাল সিএমআরআইতে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মহানগরে। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালেরই এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠল মৃতার পরিবারের বিরুদ্ধে। যদিও পরিবারের বক্তব্য চিকিৎসকের গাফিলতিতেই এই মৃত্যু।

Advertisment

হাসপাতালের তরফে সংবাদসংস্থা পিটিআইকে পাঠানো একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একজন চিকিৎসক চেষ্টা করছেন বিষয়টি পরিবারকে বুঝিয়ে বলার। সেই সময়েই মৃতার পরিবারের একজন উপস্থিত পুলিশ ও সকলের সামনেই গায়ে হাত তোলেন ওই চিকিৎসকের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্তানের জন্মের পর স্থিতিশীল পরিস্থিতি ছিল মা ও শিশুর। তবে প্রথম দিকে মহিলার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তাঁর।

আরও পড়ুন: যাদবপুরে ভোট উৎসব, ফল ঘোষণা হতেই ক্যাম্পাসে আবির খেলা

Advertisment

হাসপাতালের মুখপাত্র বলেন , "এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। চিকিৎসক তখন নিজে পরিবারের সকলকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিলেন। এমনকী ময়নাতদন্ত করার কথাও বলেছিলেন। সেই সময় তাঁকে হেনস্থা করা হয়। আমরা পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কিন্তু শারীরিক হেনস্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।"

যদিও মৃতার আত্মীয়ের দাবি যে চিকিৎসার অবহেলার জন্যই এই মৃত্যু। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই আত্মীয় বলেন যে তাঁরা আইনি সহায়তার কথা ভাবছেন এই মুহুর্তে। তিনি বলেন, "আমরা কোনও ক্ষতিপূরণ চাইব না, তবে আইনী ব্যবস্থা নেব। আমরা মেডিকেল কাউন্সিলরের কাছেও যাব।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata