Advertisment

মধ্যবিত্তের নাভিশ্বাস উঠিয়ে ফের ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

আজ, বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG Price Hike

মহার্ঘ রান্নার গ্যাসের দাম

মধ্যবিত্তের দুর্ভোগ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ, বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১ টাকা। ফের ২৫ টাকা বাড়ল গ্যাসের দাম। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এলপিজির দাম ধাপে ধাপে ২৯০ টাকা বেড়েছে। দাম বেড়েছে কমার্শিয়াল সিলিন্ডারেরও। ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

Advertisment

প্রসঙ্গত, অগস্টের পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৭ অগস্ট ২৫ টাকা বেড়েছিল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। দুসপ্তাহের মধ্যে ফের বাড়ল দাম। প্রায় ৫০ টাকা বাড়ল অগস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত। অতিমারীর কালে এমনিতেই আর্থিক অস্বচ্ছলতা এসেছে বহু পরিবারে৷ করোনার কোপে চাকরি খুইয়েছেন বহু মানুষ৷ অনেকে সংসার চালাতে জীবিকার অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷

এই পরিস্থিতিতেই গত কয়েক মাস ধরে লাগাতার দাম বাড়ছে রান্নার গ্যাসের৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রের তুমুল সমালোচনায় সরব হয়েছে৷ যদিও গ্যাসের দাম কমানো নিয়ে তৎপরতা নেয়নি মোদী সরকার৷ এদিকে, সাধারণ মানুষের হেঁশেলে আগুন।

আরও পড়ুন চাকরিতে বদলির জেরে ক্ষোভ, রাজ্য সরকারকে দুষে আত্মঘাতী চিকিৎসক

গত কয়েক মাস ধরে পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধিতে ঘুম ছুটেছে মধ্যবিত্তের৷ পেট্রলের দাম লিটারে একশো টাকা ছাড়িয়েছে৷ পেট্রলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছে ডিজেলও৷ দেশের একাধিক রাজ্যে ডিজেলের দামও লিটারে ১০০ ছোঁয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে৷

করোনাকালে বাজারে গিয়ে পকেটে টান সাধারণ মানুষের৷ প্রায় সব জিনিসের দাম বেড়ে গিয়েছে৷ পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর৷ তার মধ্যে দুসপ্তাহের মধ্যে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

LPG Price Hike
Advertisment