কোকেনকাণ্ডে পুলিশের জালে আরও এক মহিলা, রাকেশকে মাদক সরবরাহের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, এই মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং প্রিয়াঙ্কার মাধ্যমেই মাদক আনতেন।

পুলিশ সূত্রে খবর, এই মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং প্রিয়াঙ্কার মাধ্যমেই মাদক আনতেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোকেন কাণ্ডে পুলিশের জালে আরও এক মহিলা। ধৃতের নাম প্রিয়াঙ্কা সিং। পুলিশ সূত্রে খবর, এই মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং প্রিয়াঙ্কার মাধ্যমেই মাদক আনতেন। তদন্তকারীরা প্রিয়াঙ্কা, রাকেশ ও পামেলাকে একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে বলে জানা গিয়েছে।

Advertisment

এই ঘটনায় দিন দুই আগেই আরিয়ান দেব নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। মাসের শুরুর দিকে গ্রেফতার করা হয় রাকেশ ঘনিষ্ঠ সূরযকুমার শাহ-কে। কোকেন কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড় হল ৫।

গ্রেফতারির পর থেকেই নানা বিস্ফোরক দাবি করেছেন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। তাঁকে ফাঁসাতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন পামেলা। অভিযোগের তির ছিল বিজেপি নেতা রাকেশ সিং-য়ের বিরুদ্ধে।

Advertisment

অমৃত নামে এক ব্যক্তিকে দিয়ে রাকেশ তাঁর গাড়িতে নিষিদ্ধ মাদক রেখেছে বলে দাবি করেন পামেলা। ঘটনার দিন কয়েকের মধ্যেই রাকেশ সিং-কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আপাতত মাদক সরবরাহের অভিযোগে ধৃত প্রিয়াঙ্কা সিং-য়ের সঙ্গে পামেলা ও রাকেশকে মুখোমুখি জেরার মাধ্যমে কোকেনকাণ্ডের জট খুলতে চাইছে কলকাতা পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cocaine Case Cocaine Arrest Pamela Goswami Rakesh Singh kolkata police