Advertisment

মমতাকে 'খুনের' হুমকি, লালবাজারে FIR দায়ের অধ্যাপকের বিরুদ্ধে

ফেসবুক পোস্টে কী লিখেছিলেন অভিযুক্ত অধ্যাপক?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি! অভিযোগে এফআইআর দায়ের কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ, ফেসবুকে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বিতর্কিত পোস্ট করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের জুলজির অধ্যাপক। লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

Advertisment

শুক্রবার পুলিশ জানিয়েছে, লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চ স্কলার। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) মুরলীধর জানিয়েছেন, এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জুলজি বিভাগের ওই অধ্যাপক নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, "মেরে ফেলে দেওয়ার ইচ্ছা আছে।" ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তা। জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত পোস্ট করেন ওই অধ্যাপক। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন।

আরও পড়ুন ‘গণতান্ত্রিক চেতনা ভাঙার চেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হোন’, ছাত্র সমাজকে বার্তা মমতার

অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, "ওই ফেসবুক পোস্ট দেখে আমি শিউরে উঠি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমার অনুরোধ এমন অসামাজিক মন্তব্যের জন্য অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police Mamata Banerjee
Advertisment