scorecardresearch

নিয়োগের দাবিতে বিক্ষোভ, ধুন্ধুমার স্বাস্থ্যভবনে, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের

নার্সিংয়ের চাকরিপ্রার্থীদের প্রবল বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর।

protest Of panelists nurse by demanding job at sastha bhavan saltlake updates
নিয়োগের দাবিতে প্রবল বিক্ষোভ নার্সিংয়ের চাকরিপ্রার্থীদের।

ধুন্ধুমার স্বাস্থ্যভবনে। নার্সিংয়ের চাকরিপ্রার্থীদের প্রবল বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম দশা হয় পুলিশকর্মীদের। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। ব্যারিকেড তুলে ফেলে দেন বিক্ষোভকারীরা। RAF নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা স্বাস্থ্যকর্তাদের। স্বাস্থ্য দফতরে নিয়োগ বোর্ডের কারও সঙ্গে অথবা স্বাস্থ্য ভবনের কোনও পদস্থ কর্তার সঙ্গেসরাসরি কথা বলতে চান চাকরিপ্রার্থীরা। সেই দাবিতেই এদিন নার্সিংয়ের চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য ভবন অভিযান।

এমনিতেই এসএসসি-তে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্যে। রাজ্যের একাধিক মন্ত্রী-সহ প্রশাসনিক কর্তাদের একাংশের জড়িত থাকার অভিযোগ উঠেছে পাহাড়-প্রমাণ এই দুর্নীতিতে। এসএসসি নিয়ে রাজ্যের অস্বস্তি দিন যত এগোচ্ছে ততই বাড়ছে। এরই মাঝে জারি নার্সিংয়ের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। চাকরি নিয়ে তাঁদের দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন নার্সিংয়ের চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন- প্রসেনজিৎকে ‘রগড়ে’ দেওয়ার হুমকি সোহিনীর! নেটমাধ্যমে ফের ভাইরাল ‘দিলীপ-উবাচ’

মঙ্গবার প্রথমে বিপুল সংখ্যায় চাকরিপ্রার্থী স্বাস্থ্য ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন। ব্যারিকেড করে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। তবে ব্যারিকেড ধাক্কা মেরে সরিয়ে দেন চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রবল ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এক পুলিশ আধিকারিক। এরপর ব্যারিকেড সরিয়ে স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েন চাকরিপ্রার্থীরা। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচানার দাবিতে বিক্ষোভ চরমে পৌঁছোয়। চাকরিপ্রার্থীদের একাংশ স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় বসে পড়ে দেখাতে শুরু করেন।

বিক্ষোভের জেরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত দু’বছর ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। অবিলম্বে বিষয়টিতে মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যয়ের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। অন্যদিকে, বিক্ষোভকারীদে কয়েকজন এদিন পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে।

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Protest of panelists nurse by demanding job at sastha bhavan saltlake updates