নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন। দিল্লির শাহিনবাগের মতো কলকাতার পার্কসার্কাসেও চলছে আন্দোলন। এই ধর্না মঞ্চেই শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শামিদা খাতুন (৫৭) নামে এক মহিলার।
জানা গিয়েছে, মৃতার বাড়ি এন্টালি থানা এলাকায়। ধর্নামঞ্চের আন্দোলনকারীরা জানিয়েছেন, শামিদা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বেশ অনেক দিন ধরেই। শনিবার রাতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। শামিদার পরিবারে রয়েছেন তাঁর স্বামী ও আট সন্তান।
প্রসঙ্গত, সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে কলকাতার প্রায় আড়াইশো মহিলারা এই পার্ক সার্কাস ময়দানে জানুয়ারি থেকে শান্তিপূর্ণ সহাবস্থানে বসেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষণারত, নৌশিন বাবা খান, যিনি প্রথম থেকেই পার্ক সার্কাস প্রতিবাদের নেতৃত্ব দিয়ে আসছিলেন, তিনি সংবাদমাধ্যমকে বলেন, “শামিদা খাতুন এই প্রতিবাদের নিয়মিত মুখ। তবে তিনি হাঁপানির কারণে বেশ কিছুদিন ধরেই তাঁর শরীর ভাল ছিল না। গত সন্ধ্যায় শ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে তিনি অভিযোগ করে আমার কাছে এসেছিলেন। আমরা সঙ্গে সঙ্গে তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা বলেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর আমরা তাঁকে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন"।
Read the full story in English