/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/cats-2.jpg)
কন্টাক্টলেস যাতায়াতের সুবিধার জন্য কিউআর কোড চালু করল মেট্রো কর্তৃপক্ষ
করোনা কালে টোকেনের ব্যবহার কমাতে আরও একধাপ অগ্রসর হল মেট্রো কর্তৃপক্ষ। শনিবার থেকেই কিউ আর কোডে চালু হল এন্ট্রি এক্সিটের ব্যবস্থা। শনি, রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ থাকে। ফলে আগামী সোমবার থেকে পুরোপুরি কিউআর কোড ব্যবহার করেই যাত্রীরা মেট্রোতে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন। এই কোড ব্যবহার করেই মিলবে টিকিট কাটার সুবিধা। পূর্ব-পশ্চিম মেট্রোর সব ক’টি স্টেশনেই আছে কিউআর কোড স্ক্যানার যুক্ত দরজা। উত্তর-দক্ষিণ মেট্রোয় কেবলমাত্র বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনে কিউআর কোড সম্বলিত দরজা আছে। বাকি স্টেশনগুলোয় কোড স্ক্যানার বসানোর কাজ চলছে। দুই থেকে তিন মাসের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রোতেও একই ব্যবস্থা চালু হবে বলে জানা গেছে।
গুগল প্লে স্টোরে মিলছে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ। তবে, অ্যাপল স্টোরে ওই অ্যাপ মিলবে কিছু দিন পরে। আপাতত, সর্বাধিক ৪৫ মিনিট আগে এই পদ্ধতিতে টিকিট কাটার কথা বলা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, যাতে ১০-১২ ঘণ্টা আগে টিকিট কাটার সুযোগ মেলে, সেই ব্যবস্থাও করা হচ্ছে। যাত্রীরা যাতে ফেরার টিকিট কাটার সুযোগ পান, তা-ও দেখা হচ্ছে। বয়স্কদের জন্য ‘কিউআর’ কোডের টিকিট অন্য কেউ যাতে কেটে দিতে পারেন, সেই ব্যবস্থাও থাকছে। সে ক্ষেত্রে কার্ডের স্ক্রিন শট পাঠানো যাবে। আপাতত একজন যাত্রীর জন্য কিউ আর কোড ব্যবহার করে কেবল একটি টিকিট কাটার সুবিধা মিলবে।
কীভাবে কিউ আর কোড ব্যবহার করে কাটবেন টিকিট, জেনে নিন পদ্ধতি-
১. প্লে-স্টোর থেকে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করুন।
২. নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অ্যাপে রেজিস্টার্ড করুন।
৩. নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করুন।
৪. এরপর আপনি বুকিং অপশনে যান।
৫. সেখানে গিয়ে আপনি পাবেন বুক কিউ আর টিকিট।
৬. কোথা থেকে কোথায় যেতে চান সেটি সিলেক্ট করুন।
৭. আপনার টিকিট কাটার প্রক্রিয়া শেষ।
৮. এবার পেমেন্টের পালা, আপনি এক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।
৯. দাম মিটে গেলেই রেডি আপনার কিউ আর কোড।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন