নিউটাউন এখন আরও স্মার্ট, ম্যানহোল পরিষ্কারে আনা হল লেটেস্ট রোবট। ম্যানহোল পরিষ্কারে দুর্ঘটনা রোধে ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভিনব উদ্যোগ নিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)। শুক্রবার নিউটাউন জুড়ে ‘ড্রেনেজ সিস্টেম’ পরিষ্কারের জন্য তিনটি ‘ম্যানহোল’ পরিষ্কারের রোবট চালু করেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি । আধিকারিকরা জানিয়েছেন, ‘রাজ্যে এটিই প্রথম এমন অত্যাধুনিক উদ্যোগ’। জানা গিয়েছে, ছোট জেনেরেটরের মাধ্যমে চলবে এই রোবটগুলি। সেই সঙ্গে পরিচালনার জন্য থাকবে নির্দিষ্ট অ্যাপও।
অত্যাধুনিক এই রোবট সম্পর্কে NKDA-এর এক কর্মকর্তা বলেছেন, “ড্রেনেজ সিস্টেমের আধুনিকীকরণ, সেই সঙ্গে ম্যানহোল পরিষ্কারে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তিনটি রোবট নিয়ে এসেছে। রাজ্যে সম্ভবত এটিই প্রথম এমন অত্যাধুনিক উদ্যোগ। প্রতিটি রোবটের মাথাপিছু খরচ হয়েছে ৩৪ লক্ষ টাকা। কেরলের একটি সংস্থা থেকে টেন্ডারের মাধ্যমে যন্ত্রগুলি কলকাতায় আনা হয়। সঙ্গে রয়েছে এগুলি চালানোর খরচও। রোবটের মাধ্যমে ম্যানহোল পরিষ্কারের ফলে দুর্ঘটনার আশঙ্কাও কমবে। পাশাপাশি ড্রেনেজ লাইনগুলি এখন আগের থেকেও ভালভাবে পরিষ্কার করা সম্ভব হবে’।
নতুন এই রোবট প্রসঙ্গে NKDA-এর আর এক আধিকারিক বলেন, "মেশিনগুলিতে বিষাক্ত গ্যাস সেন্সরও রয়েছে যা একটি নির্দিষ্ট এলাকায় ম্যানহোলের ভিতরে যদি কোনও বিষাক্ত গ্যাস থেকে থাকে তা অবিলম্বে শনাক্ত করতে সক্ষম হবে”। সেই সঙ্গে তিনি বলেন, ‘রোবটের মাধ্যমে ড্রেনেজ লাইন এবং ম্যানহোলগুলি দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে। সাকশন জেটিং মেশিনের পাশাপাশি এই রোবটগুলিও কাজ করবে। উল্লেখ্য নিউটাউনের বিস্তৃর্ণ এলাকা জুড়ে ড্রেনেজ সিস্টেম পরিষ্কারে ইতিমধ্যে গত কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে সাকশন জেটিং মেশিন। রোবট মেশিনগুলি পরিচালনা করার জন্য নির্দিষ্ট অ্যাপও থাকবে বলেই উল্লেখ করেন NKDA-এর ওই আধিকারিক।
প্রাক-বর্ষা প্রস্তুতি হিসাবেই কি রোবটগুলিকে সামনে আনা হয়েছে? উত্তরে NKDA-এর এক কর্তা জানিয়েছেন, ড্রেনেজ সিস্টেম পরীক্ষা করে দেখার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত গলি পিট এবং ম্যানহোলের কভারগুলিও প্রতিস্থাপন করা হচ্ছে। সেই সঙ্গে এই রোবটের ব্যবহারে ম্যানহোলগুলিকে আরও ভালভাবে পরিষ্কার করা সম্ভব হবে। যা নিউটাউনবাসীর পক্ষে এক বড় সুখবর। কন্ট্রোলরুমে বসেই রোবটগুলির মনিটরিং চলবে। ড্রেনের মধ্যে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে তা চিহ্নিত করে পরিষ্কার করা যাবে।
আরও পড়ুন এবার বাংলায় ছুটবে ‘বন্দে মেট্রো’, তুফান গতিতে গন্তব্য কোথায়? জানুন খুঁটিনাটি
বর্ষার আগে এমন রোবটিক সিস্টেমের মাধ্যমে ম্যানহোল পরিষ্কার আগামীদিনে দিশা দেখাবে তিলোত্তমাকে। NKDA-এর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন জানিয়েছেন, ‘নিউটাউনে সব সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার করার চেষ্টা করা হয়। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। যুগের সঙ্গে তাল মিলিয়ে ম্যানহোল পরিষ্কারে রোবটিক সিস্টেমের ব্যবহারের ভাবনা নেওয়া হয়েছে। আশা করা যায় এতে সমগ্র নিউটাউনবাসীর লাভ হবে’।
রোবোটিক সিস্টেম নিয়ে NKDA- এর চিফ ইঞ্জিনিয়ার কল্যাণ রায়চৌধুরি জানিয়েছেন, "কেরল থেকে আনা হয়েছে তিনটি রোবট। গত সোমবার থেকেই সেগুলিকে ম্যানহোল পরিষ্কারের কাজে লাগানো হয়েছে। 'মেকানিকাল সিস্টেমের' আমূল বদল আনতেই NKDA- এর এই উদ্যোগ। মাটির ১০ মিটার গভীরে কাজ করবে এই রোবট। অবিলম্বে ১৯টি 'ড্রেনেজ পাম্পিং' স্টেশনে 'ড্রেন ড্যামেজ' মোকাবিলার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাক বর্ষার প্রস্তুতি হিসাবেই এই রোবোটিক সিস্টেমগুলিকে দেরি না করেই ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। মোট তিনজন রোবট অপারেটিংয়ের মাধ্যমে জঞ্জাল নিষ্কাশনের কাজে নিযুক্ত রয়েছে। পারফরম্যান্স বিচার করে ভবিষ্যতে আরও রোবট আনার ভাবনা হয়েছে NKDA- এর"।