scorecardresearch

ইলেক্ট্রিকের বিল কমছে, শুধু জুনের টাকা দিলেই চলবে, ঘোষণা সিইএসসির

“মানুষ তো স্বস্তি পেল। দরকার পড়লে আবার আন্দোলন করব, লড়াই করব।”

cesc bill

ইলেক্ট্রিকের বিল নিয়ে স্বস্তির খবর কলকাতাবাসীর। বিদ্যুতের বাড়তি বিলের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছিল কলকাতার আমজনতা। সাধারণ মানুষ থেকে নেতা-অভিনেতা সকলেই ক্ষুব্ধ হয়ে উঠেছিল সিইএসসির বিদ্যুতের বিল নিয়ে। বিলের বিরুদ্ধে বিক্ষোভও চলেছে। এরইমধ্যে রবিবার রাতে দ্যা ক্যালকাটা ইলেকট্রিসি সাপ্লাই কর্পোরেশন(সিইএসসি) সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল ও মে মাসের বকেয়া বিল গ্রাহকদের পেমেন্ট করতে হবে না। জুন মাসের বিল পেমেন্ট করলেই চলবে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লাগাতার বিদ্যুতের বিল নিয়ে তোপ দাগছিলেন। এর ফলে কলকাতার জয় হয়েছে বলে টুইট করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- সিইএসসি-র বিজ্ঞাপনে অসন্তুষ্ট বিদ্যুৎমন্ত্রী, ফের ব্যাখ্যা দিয়ে জানাতে নির্দেশ

বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষ যে ক্ষুব্ধ তা প্রশমন করার জন্য শনি ও রবিবার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে সিইএসসি কতৃপক্ষ। তা সত্বেও রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর ক্ষোভ কমেনি। বরং তাদের ওই ঘোষণা মানতে চাননি শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন ঘোষণার পর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিদ্যুৎমন্ত্রী বলেন, “আমি অনবরত সিইএসসির ওপর চাপ রেখেছিলাম। আজও যে বিজ্ঞাপন দিয়ে ওরা বোঝাতে চেয়েছে তাতে আমি খুশি নই। সেই অনুযায়ী আগামীকাল বেলা ১২ টায় মিটিং ডেকেছিলাম। ওরা বুঝেছিল ১২টার সময় মিটিং-এ ওরা বিষয়টা স্পষ্ট করে বোঝাতে পারবে না। তাই এপ্রিল-মে মাসের বাড়তি বিলটা আপাতত স্থগিত রাখল। মানুষ তো স্বস্তি পেল। দরকার পড়লে আবার আন্দোলন করব, লড়াই করব।” তবে যেসব গ্রাহক ইতিমধ্যেই বিল মিটিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে তানিয়ে মুখ খোলেনি সিইএসই।

আরও পড়ুন- ধর্ষণের পর বিষ খাইয়ে কিশোরী খুনের অভিযোগ, অগ্নিগর্ভ চোপড়া

রবিবার রাতে সিইএসসি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল ও মে মাসের অন্তর্ভুক্ত জুনের বিল নয়, শুধু জন মাসের বিলই জমা করতে হবে গ্রাহককে। ২৫.৫ লক্ষ ডোমেস্টিক গ্রাহক এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। সিইএসসি-র সহসভাপতি (ডিস্ট্রিবিউশন) অভিজিত ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, “গ্রাহকদের সুরাহার জন্য আমাদের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সিদ্ধান্ত নিয়েছেন জুন মাসের বিলটাই পেমেন্ট করতে হবে। বাকি দুমাসের যে বকেয়া টাকা এর মধ্যে রয়েছে তা পেমেন্ট করতে হবে না। এতে গ্রাহকদের অনেকটা সাশ্রয় হবে। বিল অনেকটা কম হবে। আমরা খুব শীঘ্রই আমাদের গ্রাহকদের জানিয়ে দেব।”

এদিন টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সিইএসসি ঘোষণা করেছে ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে ২৫.৫ লক্ষ গ্রাহককে স্বস্তি দিল সিইএসসি। এখন জুন মাসের বিল জমা করতে হবে। জুন মাসের বিল থেকে এপ্রিল ও মে মাসের বিল বাদ দেওয়া হবে। বিল জমা দেওয়ার তারিখ বর্ধিত করা হবে। জিতল কলকাতা।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Relief with electricity bill cesc kolkata sobhandeb chatterjee abhishek banerjee sanjiv goenka