প্রয়াত সাহিত্যিক, বিশিষ্ট সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

তাঁর প্রয়াণে সংস্কৃতিমহলে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর প্রয়াণে সংস্কৃতিমহলে শোকের ছায়া নেমে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
shirsho

সোমবার রাত তখন ১০টা। ফেসবুকে দুর্যোগঘন এক কালো আকাশের ছবি এঁকে লিখেছিলেন, ‘ওরে ঝড় নেমে আয়।’ কিন্তু তার ঘণ্টা খানেকের মধ্যেই যে ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে যাবে, তা কে জানত? এদিন রাতেই ঘুমের মধ্যে চিরতরে বিদায় নিলেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। রাত তিনটে নাগাদ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। তাঁর লেখনী, তাঁর উজ্জ্বল সৃষ্টির মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirsho Banerjee)। তাঁর প্রয়াণে সংস্কৃতিমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

যেমন গল্প-সাহিত্যের জন্য কলম চালিয়েছিলেন, ঠিক তেমনই সংবাদজগতেও তাঁর লেখনীর গুণমুগ্ধের সংখ্যা কম ছিল না। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টিভি চ্যানেলে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন শীর্ষবাবু। জার্মানিতে দয়চেভেলে বেতারের বাংলা বিভাগেও কাজ করেছেন তিনি। তাঁর সেরা উপন্যাসের মধ্যে অন্যতম ‘শার্দূল সুন্দরী’। বাংলা সার্কাসজগতের অন্যতম কিংবদন্তি প্রিয়নাথ বসু, জাদুকর গণপতি চক্রবর্তী ও বাঘের খেলা দেখানো সুশীলা সুন্দরীকে নিয়ে লেখা সেই উপন্যাস তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পাশাপাশি বিভিন্ন সময়ে বহু উপন্যাস, ছোটগল্প লিখেছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বাথরুমে গিয়েছিলেন তিনি। ঘুমচোখেই হৃদরোগে আক্রান্ত হন। সকালে সেখান থেকেই উদ্ধার করেন তাঁর মেয়ে। এরপরই ডাক্তার শীর্ষ বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন।

kolkata news